পৃথিবীতে জৈব বৈচিত্র্য বিনাশের কারণ কি?  – পরিবেশ ও আমরা

কোন নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময়ে, ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব্য বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। এর থেকেই জানতে কৌতূহল জাগে যে পৃথিবীতে জৈব বৈচিত্র্য বিনাশের কারণ কি?  

আসুন সেই প্রসঙ্গে কিছু মূল্যবান কথা আমরা জানি।