মৃত্যুঞ্জয়ী খ্রীষ্ট

"মৃত্যুঞ্জয়ী খ্রীষ্ট"
আজ পুণ্য ইস্টার রবিবার অর্থাৎ আজকের দিনে প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে পিতা ঈশ্বরের সাথে মিলিত হয়েছিলেন। এই দিন প্রত্যেকটি খ্রীষ্ট ভক্তের কাছে একটি বিশেষ দিন কারণ যীশুর পবিত্র রক্তের বিনিময় আমরা পরিত্রাণ লাভ করেছি।
তাই আজ আমাদের প্রত্যেকের কাছে একটি বিশেষ দিন, আনন্দের দিন আর এই আনন্দের দিনে রেডিও ভেরিতাস এশিয়ার বিশেষ নিবেদন "মৃত্যুঞ্জয়ী খ্রীষ্ট"
বিশেষ কৃতজ্ঞতা স্বীকার
১। জীবন  দেবতা ওগো হে খ্রীষ্ট
     সংগীত পরিবেশনায়
     অরিত্র সেন, প্রিয়াংকা মুখার্জি।
     নৃত্য শিল্পী: রাভেলি পাঁজা

২। জয়ধ্বনি দে রে তোরা, জয়ধ্বনি দে
     জয়া ক্রিস্টিনা গোমেস (পরিচালনা)
     এডওয়ার্ড গোমেস
     অলোক বিশ্বাস
     সন্দীপ এন্টনি গোমেস
     শিপ্রা গোমেস
     শেলী গোমেস
     রিতা গোমেস
     রাণু দোলুই
     মৌসুমি বার্ণাবাল
      মুক্তা রড্রিক্স

৩। মুক্ত কণ্ঠে গাহিছে ভক্ত
    সংগীত পরিবেশনায়
    প্রিয়াংকা মুখার্জি, ময়না হালদার, অর্চনা প্রুষ্টি, 
    চন্দনা রোজারিও ও অরিত্র সেন
   নৃত্যে: রাভেলি পাঁজা ও শ্রীতমা প্রধান

যন্ত্রসঙ্গীত: সমীর খাসনবিশ ও মি. সুবাই
রেকর্ডিং: সাভিও আন্তনি বর

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন চন্দনা রোজারিও।
ভিডিও ধারণ করেছেন অতনু দাস
সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।

সর্বোপরি রেডিও ভেরিতাস এশিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পাস্কা পর্বের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ঘরে বিরাজ করুক এই প্রার্থনা করি।
#RVApastoralcare 
#RadioVeritasAsia 
#BRBC
#Banideepti 
#teresarozario