রকমারি

রকমারি
বাবার হাত ধরেই মাত্র চার বছর বয়স থেকে ঢাকে হাতেখড়ি তাঁর। দেশ-বিদেশের বহু মঞ্চে দর্শকদের মন ভরিয়েছেন এই ঢাক বাজিয়ে। গড়েছেন দেশের প্রথম মহিলা ঢাকির দল। চলতি বছর পদ্মশ্রী প্রাপকদের তালিকায় তাঁর নাম ঘোষিত হয়েছে।
আপনি কি জানেন সেই মহান ব্যক্তিত্বের নাম কি!! যদি জানতে চান তাহলে দেখতে হবে আজকের এই প্রতিবেদন।