বায়ো গ্যাস তৈরি হয় কিভাবে – পরিবেশ ও আমরা

অপ্রচলিত শক্তির ভাণ্ডার অফুরন্ত। মানুষ এবং দেশের সরকারের তরফ থেকে এই সব শক্তি ব্যবহারের দিকে আগ্রহী হতে দেখা যাচ্ছে। এই অপ্রচলিত শক্তির মধ্যে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এবং ব্যবহার হচ্ছে বায়ো গ্যাস শক্তি। বিভিন্ন জৈব পদার্থের পচন ঘটিয়ে এই বায়ো গ্যাস তৈরি হয়।

কিন্তু কিভাবে এই বায়ো গ্যাস তৈরি হয়ে থাকে? আজ আসুন সেই প্রসঙ্গে কিছু মূল্যবান কথা আমরা জানি।