লাউদাতো সি পত্রের প্রেক্ষাপটে ডাটা সেন্টারগুলো পরিবেশ ক্ষতি করে কিভাবে ?
২০১৫ খ্রিস্টাব্দের এনসাইক্লিকাল লাউদাতো সি’ পত্রতে পোপ ফ্রান্সিস আমাদের বলেন যে আমাদের সাধারণ গৃহ অর্থাৎ এইপৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার।
বর্তমানে পোপ চতুর্দশ লিও এন্সাইক্লিকাল লাউদাতো সি পত্রের প্রসঙ্গে বলেছেন এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখারক্ষেত্রেআমাদের ছোট – বড় সব সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে।
এখন ডিজিটাল যুগ। আমাদের সমস্ত ডিজিটাল ডেটা - যেমন ইমেল, ছবি, ভিডিও ইত্যাদি ক্লাউড স্টোরেজে জমা থাকে। এই ক্লাউড স্টোরেজগুলো আসলে বিশাল বিশাল ডেটা সেন্টার, যেখানে অসংখ্য সার্ভার সারাক্ষণ চলতে থাকে। এই সার্ভারগুলো কাজ করার সময় প্রচুর তাপ উৎপন্ন করে। লাউদাতো সি পত্রের প্রেক্ষাপটে এই ডাটা সেন্টারগুলো পরিবেশের ক্ষতি করে কিভাবে?