ভারতে কেন নিষিদ্ধ হচ্ছে একশো ছাপান্নটি ওষুধ? - চেতনা
সারা দিনে আমরা নানারকম খাদ্য খাবার খেয়ে থাকি। তবে আজ সেইরকম অর্থে এটি কোন খাদ্য খাবারের মধ্যে পড়ে না। তবু আমরা দিনে অন্ততপক্ষে একটি করে হলেও খেয়ে থাকি। কি সেটা তাহলে? সেটা হল ওষুধ। খুব কম দিন যায় বছরে যে আমরা ওষুধ না খেয়ে থাকি। খুব কম করে হলেও সারা দিনে অন্তত একটা হলেও ওষুধ খেয়ে থাকি আমরা। মানুষের রোগের পরিমাণ যেমন কম নয় তেমনই বাজারে ওষুধের সংখ্যাও কম নয়। একই ওষুধ কিন্তু শতাধিক প্রস্তুতকারক সংস্থা তাই ওষুধের পরিমাণও হাজারে। সে যাই হোক। সম্প্রতি ভারত সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে ভারতে নিষিদ্ধ হচ্ছে ১৫৬ টি ওষুধ। এখন কথা হচ্ছে, ভারতে কেন নিষিদ্ধ হচ্ছে একশো ছাপান্নটি ওষুধ? কি আছে এইসব ওষুধে যার জন্য ভারত সরকারকে এই বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে? আসুন আজ এই চেতনার আসরে সেই প্রসঙ্গে আলোচনা শুনি।