বিজ্ঞান জগত – পরিবেশ ও আমরা
আমাদের পরিবেশ রক্ষা করার কথা, আমাদের পরিবেশ সংরক্ষণের কথা আজকাল আমরা প্রায়শই শুনে থাকি। পরিবেশ রক্ষা বা পরিবেশ সংরক্ষণের ভীষণ প্রাসঙ্গিক হয়ে পড়ে বন। আর এই ক্ষেত্রে কটা প্রশ্ন এসে যায়। বন কাকে বলে? বন সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন গুরুত্বপূর্ণ? বন সংরক্ষণের উপায় কি?
বন্ধুরা, এই ব্যাপারে যদি জানতে চান, তাহলে আপনাদের আজ বিজ্ঞান জগতের এই অনুষ্ঠানটি দেখতেই হবে।
আশা করি অনুষ্ঠানটি দেখে এবং শুনে আপনাদের ভালো লেগেছে। আশা করবো এই অনুষ্ঠানটি অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরাও এই বিষয়গুলো জানতে পারে।