কলকাতার চিঠি

কলকাতার চিঠি
বসন্ত এলেই লাল পলাশের আগুনরাঙা রূপে সেজে ওঠে পুরুলিয়ার বনাঞ্চল। রাস্তার দু'ধারে শুধু সারিসারি লাল পলাশের বাগান।
তবে এবছর সেই লাল-কমলার সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন বিস্ময়!পুরুলিয়ার এই বিরল বিস্ময় হল প্রকৃতির এক দুর্লভ উপহার....
আসুন আজকের কলকাতার চিঠির আসরে সেই বিরল বিস্ময়ের বিষয় জানবো। 
পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে ভিডিওটি ধারণ করেছেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতা বন্ধু সুরজিৎ মাহান্তি। এই সুন্দর চিত্র আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশন, সম্পাদনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।