৫৭তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস এর বাণী । ক্যাথলিক জগৎ

৫৭তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস এর বাণী ।

৫৭তম বিশ্ব শান্তি দিবসের মূলসুর হিসেবে পোপ মহোদয় বেছে  নিয়েছেন "কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শান্তি ”।

পোপীয় দপ্তর আরও ঘোষনা করেছেন যে এই মূলভাবটি বেছে নেওয়ার উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তির যথোপোযুক্ত ব্যবহারের ফলে শিক্ষা ও আইনের ক্ষেত্রে যেন নৈতিক প্রতিফলনের প্রসার বিস্তার লাভ করে। এছাড়া প্রযুক্তি গুলো যেন মানবতার সেবা এবং আমাদের সবার সার্বিক  মঙ্গল সাধন করার প্রয়াস লাভ করতে পারে।  

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla