লিসবনে অনুষ্ঠিত বিশ্ব যুব দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিসের বার্তা

লিসবনে অনুষ্ঠিত বিশ্ব যুব দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিসের বার্তা

বিশ্ব যুব দিবসে তাঁর পাঁচ দিনের সফরে, পোপ ফ্রান্সিস যুবক-যুবতী, রাজনৈতিক নেতা, বিশপ, অসুস্থ ব্যক্তি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাঁর বিশেষ বার্তা প্রদান করেন।

পুণ্যপিতা, যুব সম্প্রদায়কে নির্ভীকতার উপর জোর দিতে বলেন,  সাহসের সাথে তাদের এগিয়ে যেতে হবে। সেই সাথে একজন আদর্শ সামারিও হিসাবে কাজ করার জন্যেও তিনি তাদের উৎসাহিত করেন।

 বিশ্ব যুব দিবসে উপস্থিত ১০ লাখ তরুণের উদ্দেশে তিনি বলেন “ মন্ডলীতে তোমাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ জায়গা রয়েছে। 

"প্রিয় যুবক-যুবতীরা, আমি আপনাদের প্রত্যেকের চোখের দিকে তাকাতে চাই এবং বলতে চাই: ভয় পেয়ো না। ভয়ের পরিবর্তে স্বপ্ন দেখার সাহস রাখুন; ভয়ের প্রশাসক না হয়ে স্বপ্নের উদ্ভাবক হন!

ধর্মনিরপেক্ষতার উত্থান সত্ত্বেও, পোপ বিশপদের সাথে তার সাক্ষাতের সময় মিশন এবং ধর্ম প্রচারের দিকে আরও বৃহত্তর পদক্ষেপে এগিয়ে যেতে উৎসাহিত করেন। 

তিনি বলেন  অহংকার, মিথ্যা, শত্রুতা, হিংসা – এগুলি হল আত্মার রোগ এবং আজ সারা বিশ্ব এই রোগে আক্রান্ত। আসুন, আমরা নিষ্কলঙ্ক মা মারিয়ার কাছে সারা বিশ্বের জন্য শান্তি প্রার্থনা রাখি।“