আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের মার্সাইল শহরে পোপ ফ্রান্সিসের পালকীয় সফর
গত ২৯ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ, পোপীয় দপ্তরের প্রেস অফিস থেকে জানানো হয়েছে যে, পোপ ফ্রান্সিস আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের মার্সাইল শহরে সফরে যাবেন।
সেখানে তিনি মেডিটারেনিয়ান অধিবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎতের মধ্যদিয়ে অধিবেশন সমাপ্ত করবেন। এছাড়াও তিনি যেখানে কয়েকজন মেডিটারেনিয়ান বিশপ ও যুবাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন।
পোপ ফ্রান্সিসে’র এটি হবে ৪৪তম পালকীয় সফর।
জানা যায় যে, ১৫৩৩ খ্রিস্টাব্দ থেকে পোপ সপ্তম ক্লেমেন্ট থেকে আজ অবধি পযর্ন্ত ফ্রান্সের মার্সাইল শহরে পোপীয় পালকীয় সফর অব্যাহত রয়েছে যা পোপ ফ্রান্সিসের দ্বিতীয় সফর বলে অভিহিত করা হয়।
এছাড়াও তিনি ২০১৪ খ্রিস্টাব্দের ২৫ নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলে তার পোপীয় বাণী প্রদানের জন্য উত্তর-পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গে একদিনের সফর করেছিলেন।
১৫৩৩ খ্রিস্টাব্দে পোপ সপ্তম ক্লেমেন্টের পর তিনিই প্রথম পোপ যিনি ফ্রান্সের দক্ষিণ বন্দরের বহু জাতিগত শহরগুলো পরিদর্শন করবেন।
এই সফরকালীন সময়ে পোপ কিছু আশার বাণী ঘোষণা করবেন, বিশেষ ভাবে বারবার মেডিটানেরিয়ানদের বিধস্ত না করে, বরং তাদের সাথে সংলাপ এবং পারস্পারিক সমঝোতার মধ্যদিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর কাছে অনুরোধ করেছেন।
কার্ডিনাল অ্যাভেলিন বলেন যে, সমগ্র খ্রিস্টমণ্ডলীর কর্নধার তথা রোমের বিশপ হিসেবে ও এই যাত্রায় পোপ মেডিটানেরিয়ানদের প্রতি তাঁর বিশেষ দৃষ্টি দিয়েছেন, যেন তারা তাদের বাধা বিপত্তি গুলো মোকাবেলা করতে পারে এবং তারা যেন উপলব্ধি করতে পারে যে, বিশ্বের মধ্যে মেডিটানেরিয়ানরাও খ্রিস্টমণ্ডলীর অর্ন্তভূক্ত।