ডেঙ্গু জ্বরের কারনে প্লাটিলেট কেন কমে যায়?  কি  কি খাবার খেলে প্লাটিলেট বৃদ্ধি পায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিকভাবে সংক্রমিত স্ত্রী এডিস এজিপ্টি মশার কামড়ে  ডেঙ্গু ছড়ায়। এ জ্বরের তাপমাত্রা ১০১ থেকে ১০৪ পযর্ন্ত হয়ে থাকে। জ্বরসহ শরীর ব্যাথা  বমি বা চামড়ার পিছনে লালচে  দাগ বা র‌্যাশ হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সা¤প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত  রোগীর জন্য রক্ত চেয়ে দেয়া পোষ্টের সংখ্যা জানান দেয় যে পরিস্থিতি কতোটা জটিল রূপ নিয়েছে।

মশাবাহিত এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে প্লাটিলেরটের মাত্রা কমে যাওয়ার কারণেই রক্তের প্রয়োজনীয়তা বেড়েছে।

আসুন জেনে নেই ডেঙ্গু হলে আমরা কি কি খাবার গ্রহণ করার মধ্যদিয়ে রক্তে প্লাটিলেটের পরিমান বৃদ্ধি করতে পারি।