রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল পবিত্র শিশুমঙ্গল উৎসব

রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল পবিত্র শিশুমঙ্গল উৎসব

গত ৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল পবিত্র শিশুমঙ্গল উৎসব ।

এই পবিত্র শিশুমঙ্গল উৎসবের মূলসুর ছিল, “যিশু শিশুদের মাথায় উপর হাত রেখে আশির্বাদ করেন”। এতে নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম হতে আগত শিশু ও শিশুমঙ্গল এনিমেটরদের নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশুমঙ্গল এনিমেটরসহ মোট ৩৫৬ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ছিল পবিত্র খ্রিস্টযাগ আর এই খ্রিস্টযাগ উৎসর্গ করেন নবাই বটতলার ধর্মপল্লীর পালক-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, “শিশুদের প্রার্থনা শিখাতে হবে, খ্রিস্টযাগের উত্তরসহ গান শিখাতে হবে, যিশু ভালবাসেন শিশু দিকটি উপলদ্ধি করাতে হবে শিশুদের, যিশু যে শিশুদের আশির্বাদ করেন সর্বদা তা তাদের বুঝাতে হবে ও শিশুরা শিশুদের সাহায্য করে এই চেতনায় জাগ্রত করতে হবে।”

মূলসুরের উপর খ্রিস্টযাগের উপদেশে ফাদার অনীল মারান্ডী, গল্পের মাধ্যমে যিশু যে শিশুদের আশির্বাদ করেন তা বুঝাতে চেষ্ঠা করেন, এছাড়াও শিশুদের সরলতা, কোমলতা, নি:স্পাপময়তা, সহযোগিতা, নিয়মিত ধর্মচর্চা, খ্রিস্টযাগে যোগদান, সত্যবাদিতার বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেন এবং তা অনুশীলনে শিশুদের তৎপর হওয়ার  আহ্বান জানান।

এছাড়াও ভাল কাজ করতে শিশুদের শিক্ষা দিতে হবে যা তিনি একটি গল্পের মধ্য দিয়ে শিক্ষা দেন। প্রতিটি পরিবারের পিতা-মাতাদের ভাল আদর্শ দেখাতে হবে শিশুদের সামনে।

দিনব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল, পবিত্র খ্রিস্টযাগ, শিশু র‌্যালী, মূলভাবের উপর সহভাগিতা, শিশুমঙ্গল সংঘের প্রয়োজনীয়তাসহ লক্ষ্য ও উদ্দেশ্য সহভাগিতা ।  এছাড়াও ছিল শিশুদের খেলা-ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ।

পরিশেষে পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পবিত্র শিশুমঙ্গল উৎসবের সমাপ্তি ঘোষনা করেন। - ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন