গাজীপুর নীড় রিসোর্টে অনুষ্ঠিত হল কাককো লিঃ এর সাফল্যের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা

গাজীপুরে অনুষ্ঠিত হল কাককো লিঃ এর সাফল্যের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা

গত ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত মনোরম পরিবেশে মহা আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট গাজীপুরে অনুষ্ঠিত হয়।

গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাককো লিঃ এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা ও সঞ্চালনা করেন কাককো’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোড়াইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) ও দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাককো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্মল রোজারিও। এতে সারাদেশের ৩৫টি সমবায় সমিতি হতে সর্বমোট ২৩৩ জন নেতৃবৃন্দ কাককো’র এ আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেন।

পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা হয়। খ্রীষ্টযাগের পরে উপস্থিত সকলের অংশগ্রহণে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা করা হয়।

১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কাককো’র মূল্যবোধ ও সমবায়ের চেতনার ১৭টি গুনাবলি নাম সমৃদ্ধ ১৭টি মোমবাতি প্রজ্জলন করা হয়। মোমবাতি প্রজ্জলনে অতিথিবর্গসহ নারী ও যুব নেতৃত্বের ১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অতঃপর সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত সহযোগে কাককো, সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় সংগীতের সাথে মনোরম নৃত্য পরিবেশনা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দ প্রকাশ করাসহ শান্তির প্রতীক শুভ্র পায়রা ওড়ানো হয়।

এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপল্লক্ষে কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এদিন কাককো লিঃ এর চেয়ারম্যানের মাধ্যমে নতুন সদস্য ৩টি সমবায় সমিতিকে কাককো পতাকা ও সদস্যপদের সনদপত্র প্রদান করা হয়।

সভাপতি ও কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা তাঁর বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ কাককো’র প্রাক্তন সকল নেতৃবৃন্দকে এবং বিশেষ করে ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানান কাক্কো’র শুরুর সময়ে পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য।

তিনি সমবায়ের মূল সমস্যা ঋণ বিনিয়োগের দুর্বল দিকসহ সদস্যদের অমনোযোগীতার বিষয়টি তুলে ধরেন। কিভাবে অপরিকল্পিতভাবে অনুৎপাদনশীল খাতে ঋণ নিয়ে সদস্যরা খেলাপী হয় তা ব্যাখ্যা করেন। সমিতিগুলোকে অনুৎপাদনশীল খাতে ঋণ প্রদানে নিরুৎসাহিত করাসহ সমন্বিত বিনিয়োগের আহ্বান জানান।

ঋণ খেলাপী রোধে কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) সফট্ও্যার গ্রহণ করতে সকলকে অনুরোধ করেন। সমিতিতে পেশাদারিত প্রবর্তন ও ছাত্র-ছাত্রীদের পেশাদার হিসেবে গড়ে তোলাসহ সনাতন ধ্যান-ধারণা থেকে বের হয়ে সকলকে আধুনিক সমবায় সমিতি গড়ার পরামর্শ দেন।

বিগত ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে কাককো’র আর্থিক অবস্থান ও প্রবৃদ্ধি সম্পর্কে অবহিত করেন। সদস্য সংখ্যা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে কাককো’র অগ্রগতির চিত্র তুলে ধরেন। কাককো’র উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানান।

পরে আকু’র এফিলিয়েটেড মেম্বারশীপ প্রাপ্তি ও সারা বাংলাদেশ কর্মএলাকা অনুমোদন প্রাপ্তি সম্পর্কে অবহিত করেন। কাককো’র ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন এবং সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিষদের যে রিপোর্ট, আর্থিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন হবে তার অনুমোদনসহ সুপরামর্শ প্রত্যাশা করেন।

অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ ও বক্তব্যে কাককো শুরুর সময়ের স্মৃতিচারণা করেন। খ্রিস্টান সমাজের ঋণ খেলাপী সমস্যা প্রতিরোধে কিভাবে চার্চ এর সহযোগিতা ও নেতৃবৃন্দের প্রচেষ্টায় কাককো  সৃষ্টি হয়েছিল তা উল্লেখ করেন।

বর্তমান চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা’র সুযোগ্য নেতৃত্বে স্বল্প সময়ে কাককো’র দ্রুত বিস্তার লাভসহ সারা বাংলাদেশে কর্মএলাকা অনুমোদন পাওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জানান। প্রাথমিক সমিতিসমূহে পেশাদার কর্মীর অভাব উল্লেখ করে এ বিষয়ে সকলেই কাক্কো’র কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন।

নেতৃত্বের গুণগত মানোন্নয়নে ডিরেক্টর কম্পিটেন্সী কোর্স পরিচালনা করাসহ বিনিয়োগ ক্ষেত্র তৈরীতে সহযোগিতা করার অনুরোধ জানান। কাককো’র বর্তমান অবস্থানে সকলেই অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বাংলাদেশে একটি আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাককো লিঃ। বর্তমানে এর সদস্য সমিতির সংখ্যা ৫১টি, ব্যক্তি সদস্য সংখ্যা প্রায় ১,৬০,০০০ জন ও মোট মূলধন প্রায় ৫,৭৫০ কোটি টাকা।

এছাড়াও নিজস্ব মূলধন রয়েছে প্রায় ৬০ কোটি টাকা। সদস্য সমবায় সমিতির গুণগত মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, হিসাব সেবা, আইনগত পরামর্শ ও সমিতি ডিজিটালাইজেশনে কাজ করছে কাককো লিঃ।

সকলের সক্রিয় অংশগ্রহণ, সাবলীল উপস্থাপন ও সমর্থনে কাককো’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়।

পরিশেষে ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার সমাপ্ত ঘোষনা করা হয়। - শরৎ আলফন্স রড্রিক্স