পোপ ফ্রান্সিসের আহ্বান “আসুন যীশুর আলোর কাছে নিজেদের উন্মুক্ত করি”

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, দূত সংবাদ প্রার্থনার পর পূন্য পিতা পোপ ফ্রান্সিস সকল খ্রিষ্টবিশ্বাসীদের আহ্বান করে বলেন, “আসুন যীশুর আলোর কাছে নিজেদের উন্মুক্ত করি”।

সেই সাথে তপস্যাকালের দ্বিতীয় রবিবারের মথি রচিত মঙ্গলসমাচার পাঠ করে  তিনি দিব্য রুপান্তরের ঘটনা ব্যাখ্যা করে বলেন, “যীশু পিতর, জেমস এবং যোহনেকে নিয়ে তাবুর পর্বতে যান এবং সেখানে বিদ্যুতের ঝলকানিতে প্রভু যীশুর চেহারা হঠাৎ পাল্টে যায় এবং এই আলোর মধ্যদিয়ে তিনি নিজের মহিমা প্রকাশ করেছেন”।

পূণ্য পিতা পোপ বলেন, “যীশু সেই পবিত্র আলো আর এই আলো থেকে কখনোই আমাদের চোখ ফেরানো উচিত নয়। বিশেষ ভাবে যখন আমরা জীবনের চরম পরীক্ষার মূহুর্তে থাকি”।

এই প্রায়শিত্তকালে পোপ তিনটি বিষয়ের উপর জোর দিতে বলেছেন আর তা হলো প্রভুর আলোকে আমাদের জীবনে বরণ করে নিতে হবে । কারন তিনিই প্রেম এবং অন্তহীন জীবন যা আমাদের অস্তিত্বের সাথে বিদ্যমান।

পোপ বলেন এখন আমার প্রশ্ন,  আমাদের চোখ কি খ্রীষ্টের উপর স্থির? একই সাথে পোপ ফ্রান্সিস ভক্ত বিশ্বসীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে বলেছিলেন, আমার যাত্রায়, আমি কি আমার সঙ্গী খ্রীষ্টের দিকে চোখ রাখি? এবং এটি করার জন্য, আমি কি নীরবতা,  প্রার্থনা এবং উপাসনার জন্য নিজের মধ্যে স্থান প্রস্তুত করি?

তিনি আরো বলেন, আমাদের পরীক্ষা করা উচিত, “আমি কি যীশুর আলোর প্রতিটি ছোট রশ্মি খুঁজে বের করতে চাই, যা আমার মধ্যে প্রতিফলিত হয় এবং আমার প্রতিটি ভাই ও বোনের মধ্যে প্রতিফলিত হয়? এবং আমি কি এর জন্য প্রভুকে ধন্যবাদ জানাতে মনে রাখি?"

সর্বশেষে পূন্যপিতা পোপ ফ্রান্সিস বলেন, মা মারীয়া ঈশ্বরের আলোতে উজ্জ্বল এবং তার মধ্যস্থতায় যীশুর দিকে আমাদের দৃষ্টি স্থির রেখে  একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসার চিহ্ন হয়ে উঠতে হবে। অনুবাদে: সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম