দেশ পত্রিকার প্রসিদ্ধ লেখক ফাদার পল্ দ্যতিয়েনের জন্ম শতবর্ষ উদযাপন

গত ৩ মার্চ ২০২৪, রবিবার বৈকাল ৪ ঘটিকায় দক্ষিণ ২৪ পরগনার জেলার, বাকেশ্বর গ্রামে ডক্টর সাধনা করালীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হল ‘স্মরণে বরণে ফাদার পল্ দ্যতিয়েন ও বাংলা সাহিত্য’ শিরোনামাঙ্কিত এক সাহিত্য বাসর।

‘অবকাশ’ বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ড. সাধনা করালীর উদ্যোগে পরলোকগত শ্রদ্ধেয় ফাদার পল্ দ্যতিয়েনের জন্ম শতবর্ষ উপলক্ষে এই সাহিত্য বাসরের আয়োজন করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার কে.থোট্টাম এস.জে মহাশয়, বিশেষ অতিথিবর্গ ছিলেন ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও, ফাদার জুলিয়ান দাস এস.জেবিশিষ্ট সাংবাদিক এবং প্রেসক্লাবের অধ্যক্ষ স্নেহাশীষ সুর, অধ্যাপিকা মধুমিতা আচার্য, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, বিশ্বজ্যোতি দাশগুপ্ত, মিল্টন রোজারিও(বাংলাদেশ), শ্রী অনুপ গায়েন এছাড়াও আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, সাহিত্য অনুরাগীবৃন্দ।

প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই সাহিত্য বাসর শুরু হয়। এরপর ফাদারের ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আগত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের তিনজন আলোচক ছিলেন নবীন দ্যতিয়েন গবেষক শ্রীঅনুপ গায়েন, বিশিষ্ট প্রাবন্ধিক বিশ্বজ্যোতি দাশগুপ্ত এবং ফাদার জুলিয়ান দাস এস.জে।

প্রাবন্ধিক বিশ্বজ্যোতি দাশগুপ্ত ফাদার দ্যতিয়েনের স্মৃতিচারণ করে বলেন “বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পত্রিকা দেশে প্রকাশিত হয়েছিল একটি ঘোষণা, ফরাসি ভাষী পন্ডিত ও শিক্ষাবিদ ফাদার পল্ দ্যতিয়েন বাংলা ভাষাকে মাতৃভাষার মতনই আয়ত্ত্ব করেছেন। ফরাসি মেজাজে বাংলা ভাষায় তাঁর এই রচনা কয়েক বছর পূর্বে যখন দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ হয়েছিল তখন অভূতপূর্ব সাড়া জেগে ছিল পাঠক মহলে।“

তিনি আরও বলেন দেশ পত্রিকার সংযুক্ত সম্পাদক শ্রীসাগরময় ঘোষ লিখেছিলেন “Your excellent writing’s will add new Vista in the Bengali language.”

এরপর সেন্ট লরেন্স স্কুলের রেক্টার ফাদার জুলিয়ান দাস এস.জে. বলেন “২০১৪ সালের শুরুতে বাংলা সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক, গদ্যের কারিগর প্রয়াত যীশু সংঘের ফাদার পল দ্যতিয়েনের সঙ্গে শুধু দেখা করার নয় বরং মন প্রাণ খুলে কথা বলার, নানা বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছিল আমার।“

স্মৃতিচারণার পর বিশেষ অতিথিবর্গকে অবকাশের পক্ষ থেকে ফাদার দ্যতিয়েন স্মারক সম্মান প্রদান করা হয় এবং নবাগত লেখক লেখিকারা, তাদের লেখনীর মধ্যে দিয়ে ফাদারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। -তন্ময় মন্ডল