সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গত ২৭ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ, মঠবাড়ী ধর্মপল্লী অধীনস্ত কুচিলাবাড়ি এর সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট বার্নার্ড  স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার যোসেফ রক্সি গোসাল, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ, গাজীপুর এবং নির্মলা নিকেতন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিস্টার মেরি এ্যান গমেজ, আরএনডিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল ফাদার প্রবাস পিউস রোজারিও, এসজে।

সকল শিক্ষার্থী, অভিভাবক, স্টাফ, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীত ও স্কুল সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও স্কুল পতাকা উত্তোলন করা হয়।

এরপর অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন ও কবুতর মুক্তকরণের মধ্যদিয়ে বিশ্বশান্তি কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

স্কুলের গ্রেড ওয়ান এর শিক্ষার্থী এ্যালভিন গমেজ মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করে।  শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণের পূর্বে প্যারেড, ড্রিল ও জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে।

ক্ষুদে খেলোয়ারদের অংশগ্রহণ ছিল মনোরঞ্জক। অভিভাবক, স্টাফ, শিক্ষক ও অতিথিদের জন্য নির্ধারিত খেলা ছিল দিনের একটি বিশেষ আকর্ষণ।  

অতিথিবৃন্দের বক্তব্যে শিক্ষাক্ষেত্রে খেলাধূলার প্রতি গুরুত্ব আরোপ করে তারা বলেন, “সহশিক্ষা কার্যক্রম হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনন ও দৈহিক বিকাশে অতুলনীয়। শিশুদের খেলাধূলার সুযোগদান ও খেলাধূলার পরিবেশ সৃষ্টিসহ উৎসাহ প্রদান করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান করেন।”

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কারসরূপ মেডেল বিতরণ করা হয় ।

পরিশেষে স্কুলের প্রিন্সিপাল ফাদার প্রবাস পিউস রোজারিও, এসজে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার এলিয়াস সরকার, এসজে