কলকাতার টালিগঞ্জ কুইন অব পিস ধর্মপল্লীর বি ই সি ডে উদযাপন
গত ৩০ নভেম্বর ২০২৫,আগমন কালের প্রথম রবিবার কলকাতা ধর্মপল্লীর কুইন অব পিস গির্জায় মহানন্দে জুবিলি বর্ষের বি.ই,সি ডে ( বেসিক এক্লেসিয়া কমিউনিটির) উদযাপিত হল।
শান্তি রাণী স্কুল প্রাঙ্গন থেকে বাইবেল শোভাযাত্রা করে দিনের অনুষ্ঠান সূচনা হয়।পবিত্র খ্রীষ্টযাগ শুরু হয় সকাল ৮টা ৩০ মি. । বাংলা , হিন্দি ,ইংরাজি মিশ্র ভাষায় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়।
পাল পুরোহিত সহ একাধিক পুরোহিত সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। পৌরহিত্য করেন ফাদার বেঞ্জামিন এম সি.
খ্রীষ্টযাগের পর দিনের অন্যতম আকর্ষণ ছিল ফুড ফেস্ট।হরেক রকম খাবার সাজিয়ে স্টল দিয়েছিল বি সি সি সদস্যরা।কি ছিলনা তাতে? বিরিয়ানি থেকে শুরু করে,মোমো,ইডলি,চিকেন বড়া,চা ,স্যান্ডউইচ আরও কত কী।
পাশাপাশি চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বি ই সি দলের সদস্যরা অনুষ্ঠান পরিবেশন করছিল। আগমন কালের গান দলগত ভাবে পরিবেশন করছিল।
নানা আমোদ আহ্লাদের মধ্যে বড়দিনের একটা মেজাজ যেন ফুটে উঠেছিল।
প্রতিবেদন - চন্দনা রোজারিও