রাজবন বিহার- ঢাকার চিঠি

রাজবন বিহার(Rajbhan Bihar) বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। ১৯৭৭ সালে বনভান্তে লংদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। রাজবন বিহার বাংলাদেশের অন্যতম পর্যটন স্থল।

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাঙামাটির রূপের অনুষঙ্গের যেন শেষ নেই। বৈচিত্র্যময় স্থান আর নজরকাড়া প্রকৃতির রূপ-মাধুর্য এ স্থানটিকে অলংকৃত করেছে আপন খেয়ালে।

রাঙামাটির রাজবন বিহারের নামটা হয়তো অনেকেই শুনেছেন, যদি এখনো না গিয়ে থাকেন তবে ঘুরে আসুন অপূর্ব সুন্দর এই বৌদ্ধ বিহার থেকে।

আজকের ঢাকার চিঠি অনুষ্ঠানে জানবো এই রাজবন বিহার সম্পর্কে । 
 
__________________________________________

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla

Add new comment

2 + 2 =