Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার চিঠি
কলকাতার চিঠি
দৃষ্টিহীনদের জন্য অনুষ্ঠিত হল পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গের মালদা জেলায় দৃষ্টিহীনদের জন্য দাবা প্রতিযোগিতা শুরু করা হল । পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। উল্লেখ্য স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে এই পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। যার আয়োজনের দায়িত্বে ছিল মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তর। গত মঙ্গলবার অর্থাৎ ২২শে মার্চ থেকে মালদা ক্লাবে শুরু হয়েছিল এই দাবা প্রতিযোগিতা।
উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) বৈভব চৌধুরী , জেলা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, জেলা যুব কল্যাণ আধিকারিক অরুণ কুমার সরদার, মালদা ক্লাবের যুগ্ম সম্পাদক বিনীত সহ অন্যান্যরা। দৃষ্টিহীন পড়ুয়ারা উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য অতিথিরা। দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে গত কয়েক বছর ধরেই মালদা স্পার্ক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের জন্য এই দাবা প্রতিযোগিতা আয়োজন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন বয়সের দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের বেশকিছু দাবাড়ু এই খেলায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। ২৫শে মার্চ পর্যন্ত মালদা ক্লাবে চলবে এই প্রতিযোগিতা। তবে২৫শে মার্চ এই প্রতিযোগিতার মূল আকর্ষণ গ্রুপে থাকবে দৃষ্টিহীন দাবারুদের সাথে দৃষ্টিমান দাবাড়ুদের প্রতিযোগিতা। একাধিক রাজ্য থেকে মোট ১৮০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
প্রতীকী ছবি-সংগৃহীত
#rvapastoralcare
#RadioVeritasAsia
#RVA_BengaliService
#Chitrabani
#Banideepti
#teresarozario
#কলকাতার চিঠি #মালদা#দৃষ্টিহীনদের জন্য দাবা প্রতিযোগিতা
Add new comment