Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার চিঠি
কলকাতার চিঠি
মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে প্রয়োজনে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত রাজ্যের
করোনা আতঙ্ক কাটিয়ে আবার শুরু হল খাতায়-কলমে পরীক্ষা। মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে গত বছরের নভেম্বরেই ঘোষণা করা হয়েছিল। গত সোমবার অর্থাৎ ৭ই মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ যা, মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে রেকর্ড। রাজ্যজুড়ে ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে তৈরি করা হয়েছে এই পরীক্ষার জন্য। মাস খানেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। শুক্রবারও লালবাজারে রাজ্য পুলিসের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
এদিকে প্রতিবছর রাজ্যের বিভিন্ন জায়গায় মাধ্যমিকে নকল করার অভিযোগ ওঠে। করোনা পরিস্থিতিতে গত বছর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। ২০২০ সালে শেষবারের মতো ক্লাসরুমে বসে পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পড়ুয়ারা। তবে, এবার নকল রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য। শুধুমাত্র প্রয়োজনে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশিকা জারি করাই নয়, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করে ফেলা হয়েছে বলে খবর।
ছবি সংগৃহীত
#RVApastoralcare
#RadioVeritasAsia
#BRBC
#Banideepti
#KolkataNews#মাধ্যমিক পরীক্ষা #কলকাতার চিঠি #কলকাতা নিউজ
#teresarozario
Add new comment