Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার চিঠি
কলকাতার চিঠি
কিউ আর কোড ব্যবস্থা চালু হলো কলকাতাতে
কিউ আর কোড প্রয়োগে এবার ১২ ঘণ্টা আগে থেকেই কেটে নেওয়া যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর টিকিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অথবা সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন শীঘ্রই এই বিশেষ ব্যবস্থা চালু করে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এই আধুনিক টিকিট ব্যবস্থা উদ্বোধন করেছিলেন।
তবে এবার সংযোজন হল অগ্রিম টিকিট কেটে রাখার ব্যবস্থা আগামীদিনে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বেড়ে যাবে। তাই বেশ কিছুদিন ধরেই কথা চলছিল যাত্রী সাধারণের সুবিধার্থে টিকিট কাটার নতুন ব্যবস্থা চালুর। অবশেষে আজ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সেই ব্যবস্থা চালু হতে চলেছে। মেট্রোর (Metro) টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউ আর কোড স্ক্যানার । মেট্রো রাইট কলকাতা অ্যাপের মাধ্যমেও টিকিট কাটা যাবে। টিকিট কাটলেই মিলবে একটি কিউ আর কোড। যাত্রী নিজেই সেই কোড গেটের স্ক্যানারে দিয়ে প্রবেশ করতে পারবেন স্টেশনের টিকিট এরিয়ার ভিতরে।
সূত্রে খবর, আপাতত যে ছয়টি স্টেশনে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলে সেখানে এই ব্যবস্থা চালু হয়ে গেছে।এই পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য যাত্রীদের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে পোস্টার লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। 'মেট্রো রাইড কলকাতা' নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে প্রোফাইল খুলে তাতে সফরের খুঁটিনাটি দিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
অন্যদিকে যাত্রী সংখ্যার নিরিখেই নর্থ-সাউথ মেট্রো অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো চলে সেখানেও এই ব্যবস্থা চালু করার ভাবনা চিন্তা চলছে। তবে সেক্ষেত্রে ভাবনার বাস্তবায়ন খানিকটা সময় সাপেক্ষ। তবে সেখানে পরিকাঠামো বেশ পুরনো, এমনকী সেখানকার টোকেন গেটগুলিও যেহেতু বেশ পুরনো তাই সেগুলির কিছু পরিবর্তন ঘটিয়ে 'কিউ আর কোড স্ক্যানার' নিয়ে আসা হবে। তারপরই দুই তরফের মেট্রোর যাত্রীদেরই এই আধুনিক সুবিধা দেওয়া যাবে।
ছবি সংগৃহীত
#RVApastoralcare
#RadioVeritasAsia
#BRBC
#Banideepti
#কলকাতার চিঠি#Kolkata news#মেট্রো#metro#QR Code
#teresarozario #East West Metro
Add new comment