“অনলাইনে খ্রিস্টীয় উপস্থিতি ও আমাদের সৃজনশীল কর্ম” বিষয়ক মিডিয়া সেমিনার

মাদার তেরেজা কমিউনিটি সেন্টারে মিডিয়া বিষয়ক মিডিয়া সেমিনার

গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ঢাকা তেজগাঁ ধর্মপল্লীর মাদার তেরেজা কমিউনিটি সেন্টারে মিডিয়া বিষয়ে “অনলাইনে খ্রিস্টীয় উপস্থিতি ও আমাদের সৃজনশীল কর্ম” এর উপর ভিত্তি করে  সামাজিক  যোগাযোগ কমিশন ঢাকা মহাধর্মপ্রদেশ ও বাণীদিপ্তী, খ্রীস্টীয় যোগাযোগ কেন্দ্রের সহোযোগিতায় বিশেষ এক সেমিনারের আয়োজন  করা হয়।

উক্ত সেমিনারের মূল উদেশ্য ছিল অনলাইনে  মিডিয়ায় অর্ন্তভূক্ত খ্রিস্টান উদ্যোক্তাদের খ্রিস্টীয় ভাবধারায় অনলাইনে লেখার  মান, বিষয়বস্তুর উপস্থাপন এবং এর  সঠিক ও অর্থপূর্ন ব্যবহার সমন্ধে সকলকে অবগত করা।

এছাড়া ও অন্যতম বিষয় ছিল বাণীদিপ্তী কর্তৃক বিটিভি‘র সকল শিল্পীবৃন্দদের ইস্টার অনুষ্ঠান - ২০২৩ এর পুর্নমিলনী ও  শিল্পীসন্মানী প্রদান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন খ্রিষ্টিয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু । তিনি বলেন, “আমরা যারা মিডিয়া অনলাইনে কাজ করছি আমাদের লক্ষ্য থাকে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় তৈরি করা যা অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়।”

ফাদার আরো বলেন, “আমাদের লক্ষ্য রাখতে হবে যে, এই মিডিয়ার মধ্য দিয়ে যেন আমরা সত্যকে প্রকাশ ও প্রচার করতে পারি।”

মুক্ত আলোচনায়, লেখক ফোরামের সাংস্কৃতিক সেক্রেটারি মিসেস মিনু গরেট্টি কোড়াইয়া বলেন, “আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের সবারই সুযোগ রয়েছে নিজস্ব কিছু অনুভুতি তুলে ধরা। কিন্তু  খ্রিস্টান হিসেবে  আমাদের প্রত্যেকের উচিত অনলাইন সৃজনশীলতায় মধ্য দিয়ে খ্রিস্টীয় ভাব তুলে ধরা।”

এই সেমিনারে অংশগ্রহণকারী নিউটন মন্ডল বলেন, “আমরা যারা মিডিয়া নিয়ে কাজ করি তাদেরকে অনেক প্রস্তুতি নিয়ে কাজ করতে হয়। আর এই কাজ করতে গিয়ে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় যেমন, মেধা, শ্রম এবং সময় দিতে হয়।”

তিনি আরো বলেন, “এই সেমিনারের মধ্য দিয়ে আমাদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মিডিয়ার কাজকে  স্ষ্ঠু ও সুন্দরভাবে সক্রিয় রাখতে যথেষ্ঠ ভূমিকা পালন করতে পারবো বলে আমি মনে করি। তাই এরকম সেমিনারের আয়োজনকে সাধুবাদ জানাই।”

অতপর বাণীদিপ্তীর কর্তৃক আয়োজিত ইস্টারের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলক শিল্পীবৃন্দদের  সাথে পুর্নমিলনী উৎসবকে কেন্দ্র করে কেক কাটা হয় এবং শিশূ শিল্পীদের জন্য বিশেষ পুরস্কার এবং অন্যান্যদের জন্য বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে   মিডিয়ার অনলাইনের সাথে জড়িত খ্রিস্টান বিভিন্ন  মিডিয়ার ব্যক্তিবর্গ এবং বাণীদিপ্তীর সকল শিল্পীবৃন্দ সহ আনুমানিক ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন। 

পরিশেষে, বাণীদিপ্তীর কো-অর্ডিনেটর এবং রেডিও ভেরিতাসের প্রযোজক, সিস্টার লাইলী রোজারিও আরএনডিএম সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে সেমিনারের সমাপ্ত ঘোষণা করেন। - সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম

Add new comment

4 + 1 =