Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
৫২’র ভাষা সৈনিকের আত্মার চিরশান্তি কামনায় খ্রিষ্টান নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
Monday, February 22, 2021
গত ২১ শে ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এই গানের তালে তালে শহীদ মিনারে প্রভাত ফেরিতে অংশ নেয় ভাষা সৈনিকের আত্মার চিরশান্তি কামনায় বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এবং ঢাকা ক্রেডিট।
বক্তাগণ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই যেন মাতৃভাষা বাংলার শুদ্ধ চর্চা করি এবং ‘মায়ের ভাষার মর্মার্থ হৃদয়ে ধারণ করে বাঙালির মূল্যবোধকে তুলে ধরতে সবাই যেন সচেষ্ট হই। বাংলা ভাষাকে যেন সবার উর্ধ্বে তুলে ধরতে পারি।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট সকল শহিদদের আত্মার চিরকল্যাণ কামনা করে বলেন, ‘আমরা যেন একুশের চেতনাকে ধারণ করে, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে পারি। বাংলাকে যেন নিয়ে যেতে পারি অনন্য উচ্চতায়।’
খালি পায়ে হেঁটে, বিনম্র শ্রদ্ধায় ফুল দিয়ে ৫২’র ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার চিরশান্তি কামনায় সবাই অংশগ্রহন করেন।
মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রথম প্রহরেই ১২ টা ১মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার কল্যাণ কামনা করেন। এরপর একে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্কুল-কলেজ শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
Add new comment