Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সেন্ট লুইস বিদ্যালয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী
গত ২৫ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সেন্ট লুইস বিদ্যালয়ে উদযাপিত হলো জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী।
এতে বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সিস্টার ছন্দা রোজারিও, এমপিডিএ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ সকল ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে, কবির জীবন সম্পর্কে ইংরেজীতে সংক্ষিপ্তভাবে সহভাগিতা করে, সেন্ট লুইস স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী, জান্নাতুল ইসলাম।
কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি সমেবেত গান (মোরা ঝঞ্ঝার মতো উদ্দোম) ও দলীয় পর্যায়ে একটি কবিতা (কুলির মজুর) পরিবেশন করে।
কবির ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি চিত্র অংকন প্রতিযোগীতারও আয়োজন করা হয়। এতে স্কুলের ছাত্রছাত্রীরা খুশীতে মনের মাধুরী মিশিয়ে সুন্দর সুন্দর অর্থপূর্ণ ছবি এঁকে সবার প্রশংসা অর্জন করে।
সিস্টার ছন্দা রোজারিও, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান কারন এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
সেই সাথে সিস্টার ছন্দা আরো বলেন, “জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামটি ছাড়াও তাঁর আরেকটি নাম ছিল দুখু মিয়া। তাঁর শৈশব ভরা ছিল দুখে কষ্টে । তথাপি তিনি দেশের জন্য কলমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য ব্রতী ছিলেন।”
আমরাও যেন আমাদের জীবনে শত দু:খ কষ্টের মাঝে ভালো কিছুর করার জন্য উদ্যোগ নিতে পারি এবং তা বাস্তবায়ন করতে পারি; সকলকে এই আহবান জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - সিস্টার শিবলী পিউরীফিকেশন, এমপিডিএ
Add new comment