সুরশুনীপাড়া ধর্মপল্লীর অর্ন্তগত ঝলঝলিয়া গ্রামে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন

প্রভূ নিবেদন ধর্মপল্লীর অর্ন্তগত ঝলঝলিয়া গ্রামে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন

গত ১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের সুরশুনিপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীর অর্ন্তগত ঝলঝলিয়া গ্রামে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়।

এবারের পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “সহযাত্রী মণ্ডলিতে শিশুরা: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্বে অংশগ্রহণ”। এতে সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত ১৪ টি মফস্বল গ্রাম নিয়ে ঝলঝলিয়া সেন্টারে শিশু মঙ্গল দিবস উদযাপিত হয়। উক্ত দিবসে বিভিন্ন গ্রাম থেকে মোট ২০০ জন শিশু ও ৩০ জন এনিমেটর অংশগ্রহণ করেন।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল- পুরোহিত ফাদার প্রদীপ কস্তা। খ্রিস্টযাগের উপদেশ সহভাগিতায় ফাদার বলেন, “যিশু শিশুদের ভালোবাসতেন। তাই তিনি শিষ্যদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও। ঠিক তেমনি ভাবে মণ্ডলি তথা আমরা প্রত্যেকে তোমাদের ভালোবাসি। আমরা চাই যিশুর শিক্ষায় বড় হয়ে তোমরাও যেন সহযাত্রী মণ্ডলিতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব পালন করতে পার আর বিশ্বাসী ও ভালো মানুষ হতে পারো।”

সহকারী পাল- পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন স্বাগত বক্তব্যে বলেন, “যিশু শিশুদের সর্বদা ভালোবাসেন। তাই যিশুর প্রতি বাধ্য থাকবে, প্রার্থনা করবে আর পিতামাতার কথাও শুনবে।”

গ্রাম প্রধান বলেন, আজ আমরা আনিন্দত যে শিশুদের নিয়ে সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরেছি। আমরা শিশুদের প্রতি যেন আরও বেশি যত্নবান ও দায়িত্বশীল হই।

এরপর, শিশুরা প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা ও যিশুর জীবন কাহিনীর উপর নাটিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দপূণভাবে সারাদিনব্যাপী শিশুমঙ্গল দিবস পালিত হয়। - ফাদার সুরেশ পিউরীফিকেশন

Add new comment

6 + 3 =