Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
গত ৭-৮ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অধিনে দড়িপাড়া ধর্মপল্লীর সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০২২ খ্রিষ্টাব্দে ৫০ বছরে পদার্পণ করে। ৭ জানুয়ারি বিকেল ৪ টায় আসনগ্রহণ, পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উত্তলনের মধ্যদিয়ে শুরু হয় জুবিলির অনুষ্ঠান।
সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার অমল ডি’ক্রুশের সভাপতিতে ও স্কুলের প্রধান শিক্ষক সিস্টার আশিস এসএআরএ’র উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহের আফরোজ চুমকি এমপি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীঞ্জ পৗেরসভার ময়ের এসএম রবীন, স্থানীয় চেয়ারম্যান আবু বকর বাক্কু, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টিপু, ফাদার তপন ডি’রোজারওি, ফাদার লিটন গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কালিগঞ্জ থানার আওয়ামী লীগের ভাইস-চেয়ারম্যান শর্মিলী রোজারিওসহ আরো অনেকে।
এ দিন অতিথিদের নিয়ে এক আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ৮ জানুয়ারি খ্রিষ্টযাগের মধ্যমে শুরু হয় ২য় দিনের সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি। এরপর একটি র্যালীর মাধ্যমে গির্জাপ্রাঙ্গন থেকে স্কুল প্রাঙ্গলে সকলে জুবিলির অনুষ্ঠানে অংশ নেয়।
স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্মৃতিকারত হয়ে পড়েন। শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য : সংগৃহিত
Add new comment