Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সমাজ বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক ১৫তম ডিপ্লোমা কোর্স ২০২২খ্রীষ্টাব্দ
গত ১৮ জুলাই ২০২২খ্রীষ্টাব্দ কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে তিন মাসের সমাজ বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক ১৫তম ডিপ্লোমা কোর্স শুরু করেছেন।
আটটি ধর্মপ্রদেশ থেকে ৭জন ফাদার, ২ জন সিষ্টার ও ১১ জন সাধারণ জনগণ অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ সেবাস্টিন টুডু, শ্রদ্ধেয়, ফাদার শিমন প্যাট্রিক গমেজ ও যোয়াকিম গমেজ অর্থ প্রশাসন কারিতাস বাংলাদেশ।
শ্রদ্ধেয় বিশপ সেবাস্টিন টুডু অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এই তিন মাসের ডিপ্লোমা কোর্স তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু ভাল ফলাফল করাটা গুরুত্বপূর্ণ নয়, কোর্সের প্রতিটি বিষয় সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে যেন নিজেদের জীবনে ও অন্যদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। এখানে থেকে কোর্সের মাধ্যমে নিজেকে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে হবে। এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ ক্ষেত্রে সকলের সাথে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তাহলেই এই কোর্সের সার্থকতা হবে।
অর্থ প্রশাসন বলেন, এই কোর্সে যা যা শিখানের হবে তা খুবই ভাল করে শিখতে হবে।
তিন মাসের এই প্রোগ্রামকে ছয়টি বিষয় দিয়ে সাজিয়েছেন। ধর্ম বিষয়ক, সমাজ বিজ্ঞান পরিচিতি, সমাজ বিশ্লেষক বিষয়ক, উন্নয়ন বিষয়ক, নারী ও পুরুষ সম্পর্কে উন্নয়ন বিষয়ক ও প্রকল্প প্রস্তাবনা লিখন – হিসাব বিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা , সেশন পরিচালনা পদ্ধতি ইত্যাদি।
এই সেশন গুলি পরিচালনা করবেন বিশপ, ফাদার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসার, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক,এবং সিডিআই এর ফ্যাকাল্টি মেম্বারগণ।
এই কোর্সে অংশগ্রহন করতে পেরে সকলেই খুশী। অংশগ্রহনকারী ফাদার জুয়েল ডমিনিক কস্তা বলেন, সিডিআইগঠন প্রশিক্ষণে এসে আমার খুব ভাল লাগছে। এখানে এসে বুঝতে পেরেছি এই কোর্সটা কত গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল। আমার প্রত্যাশা এই কোর্স থেকে নতুন নতুন অনেক কিছু শিখব এবং নিজেকে দক্ষ ও যোগপযোগী লিডার হিসেবে নিজেকে গড়ে তুলব। সেই সাথে হিসাব নিকাশের বিষয় গুলো ভাল ভাবে শিখব নিখুঁত ভাবে হিসাব রাখার জন্য। এই কোর্সে যা যা শিখাবে সব কিছু ভাল ভাবে শিখব যাতে মণ্ডলীর সেবা দানে আমি ব্যাতিক্রম ধর্মী শিক্ষা দিতে পারি।
অংশগ্রহনকারী লিজা নির্মলা কস্তা বলেন ,এই প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কোর্স থেকে জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি করে সমাজের মানুষের ও আমার ব্যক্তি জীবনের উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করব এবং আদর্শ খ্রিষ্টান হিসেবে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সকল মানুষের উন্নয়নের জন্য নিজেকে প্রস্তুত করব। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করব এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিব।মানুষের সেবার কাজে এবং উন্নয়নের জন্য নিজেকে অর্পন করব।
সংবাদঃ সিষ্টার মেরীয়ানা গমেজ আরএনডিএম।
Add new comment