লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পর্ব উদযাপন এবং প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান

ধর্মপল্লীর পর্ব উদযাপন এবং প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান

গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পর্ব উদযাপন এবং একই সাথে প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।

খ্রিস্টভক্তদের নয় দিনের নভেনা প্রার্থনা ও আধ্যাত্বিক প্রস্তুতির পর মহাসমারোহে পালন করা হয় ধর্মপল্লীর পর্ব দিবস। 

অন্যদিকে দীর্ঘ কয়েক মাস আধ্যাত্বিক প্রস্তুতির পর ছেলে-মেয়েদেরকে প্রথম খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ । এতে ২৬ জন ছেলে-মেয়ে এই সংস্কার গ্রহণ করেন।

পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ । তিনি বলেন, আজ আমরা এই ধর্মপল্লীর পর্ব দিবস অর্থাৎ পবিত্র ক্রুশের বিজয়োৎসব পালন করছি এবং একই সাথে প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান করছি।

আমরা জানি, ক্রুশের কষ্টের মধ্যদিয়েই এই পৃথিবীতে এসেছে আনন্দ ও পরম শান্তি। এই ক্রুশের ফলেই এসেছে পুনরুত্থান, এসেছে জীবন, এসেছে পরিত্রাণ, আর আমরা লাভ করেছি স্বর্গসুখ। তাই আজ আমরা এই পবিত্র ক্রুশের বিজয়োৎসব পালন করার মধ্যদিয়ে আমরা ঘোষণা করি যে, এই ক্রুশেই আমাদের জয়, আমাদের আশা ও আনন্দ। 

আর্চবিশপ প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী ছেলে-মেয়েদের উদ্দেশে বলেন, “আজ থেকে তোমরা যীশুকে গ্রহণ করবে তাই তোমরা সবসময় চেষ্টা করবে পবিত্র থাকতে।”

হস্তার্পণ প্রার্থীদের উদ্দেশ্যে আর্চবিশপ বিজয় বলেন, “আজ এই হস্তার্পণ সংস্কার গ্রহন করার মধ্যদিয়ে তোমরা সকলেই খ্রিস্টের বলবান সেনা এবং শিষ্য হয়ে উঠবে। আর একই সাথে পবিত্র আত্নার প্রেরণাতেই পথ চলবে এবং পবিত্র আত্নার যে সাতটি দান রয়েছে, তা তোমরা তোমাদের জীবনে অর্জন করতে সর্বদায় চেষ্টা করবে।” 

“এই সংস্কারের মধ্য দিয়ে তোমরা একটা চিরস্থায়ী মুদ্রাঙ্কন বা চিহ্ন পাবে, যে চিহ্ন দেখে ঈশ্বর তোমাদের চিনতে পারবেন । তাই আজ থেকে তোমরা হয়ে উঠছ খ্রিস্টের সৈনিক। এখন থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াবে এবং সত্যের সপক্ষে সাক্ষি দেবে,” বলেন আর্চবিশপ বিজয় ডি’ ক্রুজ।

খ্রিস্টযাগের পরে,  ধর্মপল্লীর পক্ষ থেকে  প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার গ্রহণকারীদের সার্টিফিকেটসহ উপহার প্রদান করেন আর্চবিশপ বিজয় এন,ডি ক্রুজ এবং ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ডনেল ক্রুশ, সিএসসি । এই পর্বীয় খ্রিস্টযাগে প্রায় ৭০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। - আরভিএ সংবাদ

 

Add new comment

2 + 4 =