Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস পালন
অন্তর থেকে সত্য কথা বলা
গত ২৭শে মে, শনিবার কলকাতার আর্চডায়াসিশের ধর্মপ্রদেশে
সোশ্যাল কমিউনিকেশন কমিশন দ্বারা আর্চবিশপ হাউসে ৫৭তম
বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উপলক্ষে একটি প্যানেল
আলোচনার আয়োজন করা হয়।
প্রতি বছর, ভ্যাটিকান এবং অনেক ধর্মপ্রদেশে পঞ্চাশত্তমি
পর্বের আগের রবিবার ‘বিশ্ব যোগাযোগ দিবস’ হিসাবে পালন করা
হয় থাকে; তবে, চলতি এই বছরে, এটি ২১শে মে পালিত হয়। এই
বছরের প্রতিপাদ্য বিষয় ছিলো: “সত্য এবং উদারতার সহিত হৃদয়
থেকে কথা বলা। এই উপলক্ষে পোপ ফ্রান্সিস তার বার্তায়
সামাজিক যোগাযোগকারীদের উদ্দেশ্যে বলেন যে; আমাদের সত্য
ঘোষণা করতে ভয় পাওয়া কখনই উচিত নয়, যদিও এটি মাঝে মাঝে
অস্বস্তিকর হয়। উদারতা ছাড়া বা আন্তরিকতা ছাড়াও আমরা তা
করে থাকি।
পরিবার কমিশনের সম্পাদক ফাদার জ্ঞান পেপিন প্যানেল
আলোচনাটি পরিচালনা করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫জন
প্যানেলিস্ট হৃদয় থেকে কথা বলার অর্থ কী তা, বিশদভাবে ব্যাখ্যা
করেন। প্যানেলিস্টগণ ছিলেন: ফাদার পিজে জোসেফ এসজে, সিস্টার
মনিকা সুচিয়াং আইবিভিএম, শ্রীমারিও লুইস, শ্রীমতী সান্দ্রা সিং
এবং শ্রীমতী অ্যান্ড্রিলা পিটারসন। বর্তমানে যারা,
খ্রীষ্টমন্ডলীর দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের ক্ষেত্রে এবং
বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করে চলেছেন।
দলের সদস্যদের সহযোগিতায় এই সমগ্র অনুষ্ঠানের আয়োজন
করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচালক শ্রীফারেল শাহ।
ভিকার জেনারেল, ফাদার ডমিনিক গোমেস সমবেত সকলকে
উৎসাহিত করেন এবং যোগাযোগ মাধ্যমের জরুরি প্রয়োজনের উপর
আন্তরিকতার সহিত জোর দেন এবং মিথ্যা প্রচারের অবসান ঘটান
যা সমাজে বিভাজন সৃষ্টি করে।
সমগ্র অনুষ্ঠানটি লাইভ স্ক্রীনিং করা হয়েছিল সেই সমস্ত
মানুষদের জন্য যারা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন- তেরেজা রোজারিও
Add new comment