Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিশ্বের প্রথম গারো বিশপ বাংলাদেশের বিশপ পল পনেন কুবি, সিএসসি

বিশ্বের প্রথম গারো বিশপ হলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি, সিএসসি ।
ময়মনসিংহ ধর্মপ্রদেশ ১৯৮৭ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়।
এর আগে ময়মনসিংহের গারো অঞ্চল ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তরভূক্ত ছিল। ভাটিকানের পোপ দ্বিতীয় জন পল ময়মনসিংহের গারো অঞ্চলকে ১৫ মে ১৯৮৭ খ্রিস্টাব্দে আলাদা ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করে ।
৯ সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিস্টাব্দে স্বর্গীয় ফাদার ফ্রান্সিস এ. গমেজকে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পদে নিযুক্ত হন । আর ফাদার ফ্রান্সিস এ. গমেজ হলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রথম বিশপ।
ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশাল আয়তন এবং খ্রিস্টভক্তের সংখ্যা বিবেচনা করে ভাটিকান থেকে ২০০৩ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর ফাদার পনেন পল কুবি, সিএসিকে অক্সিলারি বিশপ হিসেবে নির্বাচিত করেন ।
পরে তিনি ১৩ ফেব্রুয়ারি ২০০৪ খ্রিস্টাব্দে অক্সিলারি বিশপ পদে অভিষিক্ত হন। তিনি বিশ্বে প্রথম গারো বিশপ।
১ সেপ্টেম্বর ২০০৬ খ্রিস্টাব্দে, তিনি পূর্ণ বিশপ পদে অভিষিক্ত হন। তাঁর যোগ্য নেতৃত্বে ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মীয় আধ্যাত্মিক সামাজিক শিক্ষা সাংস্কৃতিক ও উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
ধর্মপল্লী ১২ থেকে ১৮ এবং খ্রিস্টভক্ত সংখ্যা প্রায় ৮৫,০০০ হজার। এছাড়া শিক্ষা প্রসারের জন্য নটরডেম কলেজ স্থাপন করাসহ বিভিন্ন মিশন ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।- ধীরেশ চিরান
Add new comment