Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বারুইপুর ধর্মপ্রদেশের দিশারী যাজক কেন্দ্রে ১৪ - ১৬ মে ২০২৩ ভোকেশন ক্যাম্প তথা আহ্বান শিবির অনুষ্ঠিত
১৪ - ১৬ মে ২০২৩,বারুইপুর ধর্মপ্রদেশের দিশারী যাজক কেন্দ্রে, ডায়সেশন (ভোকেশন ক্যাম্প) আহ্বান শিবির অনুষ্ঠিত হল। শিবিরের অন্যতম লক্ষ্য হল তরুণ প্রজন্মকে ঈশ্বরের আহ্বান অন্বেষণে নির্দেশনা ও অনুপ্রেরণা দান করা।
তিনদিনের এই শিবিরে প্রত্যেক দিনের অনুষ্ঠান মালায় পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন, প্রার্থনা ও উপাসনা, বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রদত্ত অধিবেশন অন্তর্ভুক্ত ছিল।
শ্রী রাজেশ বাগের প্রতিবেদন অনুসারে প্রথম দিনের অধিবেশন পরিচালনা করেন ফাদার তুষার অগস্টিন গোমেস যিনি 'গোল সেটিং' অর্থাৎ লক্ষ্য স্থির করার বিষয়ে বক্তব্য রাখেন। এরপর শ্রী সর্বশ্রেষ্ঠ চক্রবর্তী 'যুব সম্প্রদায় এবং পেশা' এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন। দিনের শেষে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন রেভা: বিশপ শ্যামল বোস।
দ্বিতীয় দিনে ঈশ্বরের আহ্বানের উপর পাঠ তৈরি করে কীভাবে এটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কিত, সে বিষয়ে অধিবেশন পরিচালন করেন ফাদার রাজেন সিং। ফাদার দীপক এক্কা প্রেরিতদের আহ্বানের উপর এবং ফাদার প্রদীপ রায় সাধু - সাধ্বীদের জীবনের উপর বিশেষ তাৎপর্যপূর্ণ অধিবেশন পরিচালন করেন। ফাদার কনৌজ রায় কাথলিক গির্জাগুলির বর্তমান পরিস্থিতি, যার লক্ষ্য হল কাথলিক খ্রীষ্টমণ্ডলীর সমসাময়িক চ্যালেঞ্জ এবং সুযোগগুলি সম্বন্ধে একটা ধারণা দেন তাঁর অধিবেশনে। এরপর ফাদার রমেনের নেতৃত্বে আরাধনার মধ্য দিয়ে দিনটি শেষ হয়।
শেষ দিনে ফাদার গৌতম নস্কর 'পুরোহিত তত্ত্ব' বা পৌরহিত্য বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন। শেষে 'ডিজাইনার দ্য কল অফ মাই লাইফ' শীর্ষক চূড়ান্ত অধিবেশনে নেতৃত্ব দেন ফাদার রমেন পৈলান। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে আধ্যাত্মিকতা ও বিচক্ষণতা বৃদ্ধিতে এবং তাদেরকে ঈশ্বরের আহ্বান নিজস্ব জীবনে উপলব্ধি করতে এবং সাড়া দেওয়ার জন্য নানান সরঞ্জাম দিয়ে সাজিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ অধিবেশন পরিবেশন করেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
Add new comment