Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশ: মুক্তিদাতা স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
গত ২০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অধিনে মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে দিন ব্যাপি আন্তঃ স্কুল বিজ্ঞান, কৃষি ও ভূগোল মেলা এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
যুব ও শিক্ষক গঠণ কর্মসূচি, কারিতাস রাজশাহী অঞ্চল এবং রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের আয়োজনে অতি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে মুক্তিদাতা পরিবার এই দিনটি উদযাপিত করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল, সভাপতিত্ব করেন ফাদার ফাবিয়ান মারান্ডী, পরিচালনা পর্ষদের সভাপতি, মুক্তিদাতা হাই স্কুল এবং অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি, প্রধান শিক্ষক, মুক্তিদাতা হাই স্কুল।
রাজশাহী ধর্মপ্রদেশে অন্তর্গত মধ্য ভিকারিয়া ও উত্তর ভিকারিয়া থেকে আগত মোট ছয়টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজ্ঞান, ভূগোল ও কৃষি বিষয়ে স্কুল গুলো থেকে আগত শিক্ষার্থীবৃন্দ প্রকল্প প্রদর্শন ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তুলে। বিশেষ করে একক অভিনয়, দেশাত্ববোধক গান, দলিয় নৃত্য ও আবৃত্তির বিষয়গুলো চমৎকার ভাবে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও বলেন, “কেবল মাত্র বইয়ের জ্ঞানই মানুষকে জ্ঞানী করে না, বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে এবং বিজ্ঞান মনস্ক হলে তাদের মধ্য থেকে কুপমন্ডুতা বা কুসংস্কার বা অন্ধবিশ্বাসও থাকবে না।”
এছাড়াও বিশেষ অতিথি, সভাপতি ও আহ্বায়ক তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উৎসাহীত করেন।
এই অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত করা হয়। দিন ব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিলো উদ্বোধনী নৃত্য, অতিথিদের ব্যাজ ও উত্তোরিয় প্রদান, স্টল পরিদর্শন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।
এখানে উল্লেখ্য যে, মুক্তিদাতা হাই স্কুল মোট ১১টি পুরস্কার পেয়ে ছয়টি স্কুলের মধ্যে থেকে এগিয়ে ছিল। - ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন
Add new comment