বাংলাদেশ নওগাঁ জেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক কর্মশালা

গত ২৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দিনব্যাপি আন্তঃধর্মীয় সংলাপ কর্মশালা।

এই আন্তঃধর্মীয় সংলাপ কর্মশালার মূলসুর ছিলো, “বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান”। অনুষ্টানের শুরুতেই ছিলো পবিএ কুরান, গীতা এবং বাইবেল থেকে পাঠ।

রাজশাহী ধর্মপ্রদেশের খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র সহযোগিতায় দিনব্যাপি এই আন্তঃধর্মীয় সংলাপ কর্মশালার ব্যবস্থা করা হয়।

এতে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিভিন্ন ধর্মের প্রধান ব্যক্তিবর্গরা প্রায় ৯০ জন অংশগ্রহন করেন।

অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য, নওগাঁ-২। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাহার আলী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,  জনাব মোঃ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,  মি: মানুয়েল হাঁসদা, ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,ধামইরহাট এ.পি., জনাব মোঃ মোজাম্মেল হক কাজী, ও.সি. ধামইরহাট থানা, ফাদার মাইকেল কোড়াইয়া, পাল-পুরোহিত, বেনীদুয়ার কাথলিক মিশন।

খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আহ্বায়ক ফাদার প্যাট্রিক গমেজ বলেন, “আন্তঃধর্মীয় সংলাপ কর্মশালাটি সত্যিই অনেক প্রাণবন্ত ছিলো এবং সবাই চেষ্টা করেছে সহভাগিতা করতে যে, আমরা সবাই এই পৃথিবীতে একই সৃষ্টিকর্তার সৃস্টিজীব এবং মানুষ হিসেবে সবাই আমরা ভাই-বোন।”

তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ সব ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাবোধ জানানো। তাহলেই আমরা বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবো। - আরভিএ সংবাদ

Add new comment

3 + 9 =