বরিশাল ডাইওসিসে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের বিশ্বাসের তীর্থ

News : Ripon Abraham tolentinoবরিশাল ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের নিয়ে সারা দিনব্যাপী বিশ্বাসের তীর্থ

গত ২০ ও ২৫ মার্চ বরিশাল ডাইওসিসে স্বাস্থ্য সেবা কমিশনের আয়োজনে নারিকেলবাড়ি ধর্মপল্লীতে এবং বরিশাল ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের নিয়ে সারা দিনব্যাপী বিশ্বাসের তীর্থ আয়োজন করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের বিশ্বাসের এই তীর্থের মূলসুর ছিল “হাতে হাতে হাত ধরে চলরে”।

গত ২০ শে মার্চ নারিকেলবাড়ি ধর্মপল্লীতে প্রথমভাগে বিশ্বাসের এই তীর্থ আয়োজন করা হয়। এখানে ঘোড়ারপার ও নারিকেলবাড়ি ধর্মপল্লী থেকে মোট ৬৬ জন অংশগ্রহণ করে এবং ২৫ মার্চ দ্বিতীয় ভাগে বরিশাল ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আয়োজন করা হয়। এখানে গৌরনদী, পাদ্রীশিবপুর ও ক্যাথিড্রাল ধর্মপল্লী থেকে মোট ১০৬ জন অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানের শুরুতেই ছিল ক্ষুদ্র প্রার্থনা, শুভেচ্ছা বক্তব্য এবং এর পরপরই শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

তিনি এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের বিশ্বাসের তীর্থে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। তাদের সাথে মূলসুরের বিষয়ে সহভাগিতা করেন, তাদের জন্য পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং অসুস্থদের জন্য বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে তাদের সুস্থতা কমনায় পবিত্র তেল লেপন করেন।

খ্রিস্টযাগের পর পরই খেলাধূলা ও নাচ-গানের আয়োজন করা হয়। তাদের অনুভূতি ছিল চমৎকার।

বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের বিশ্বাসের এই তীর্থে তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বরিশাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ও ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ, নারিকেলবাড়ি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ, ফাদার ক্লারেন্স পলাশ হালদার, ফাদার রিজন মারিও বাড়ৈ, ফাদার সৈকত লরেন্স বিশ্বাস, মিল্টন মজুমদার, সিস্টারগণ, কমিশন সদস্যগন ও কিছু সেবাদান কারি ভাই ও বোনেরা। 

 

সংবাদ : ফাদার সৈকত লরেন্স বিশ্বাস

 

Add new comment

12 + 8 =