Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পোপ ঘূর্ণিঝড় ফ্রেডির শিকার,বিপর্যস্ত মানুষজনের পাশে আছেন জানান
(এএফপি বা লাইসেন্সার/ভ্যাটিকান সংবাদসূত্র অনুসারে)
পোপ ফ্রান্সিস বুধবার তার সাধারণ শ্রোতাদের উদ্দেশ্যে মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির শিকারদের পাশে থাকার প্রস্তাব দিয়েছেন।
পোপ বলেন, সম্প্রতিমালাউইয়ের একটি খুব শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে।
ফ্রেডি সাইক্লোন শনিবার রাতে দক্ষিণ মালাউই এবং মোজাম্বিকে আঘাত হানে।
স্থানীয় উদ্ধার কারী সংগঠন ও প্রচার বার্তা অনুসারে এই বিদ্ধংসী ঘূর্ণিঝড়ে মালাউইয়ের দক্ষিণ অঞ্চলে কমপক্ষে ২২৫জন নিহত হয়েছে এবং ৮৮000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মোজাম্বিকে, কর্মকর্তারা বলেছেন যে কমপক্ষে ২০ জন মারা গেছে এবং৪৫,000 এরও বেশি মানুষ আশ্রয় হীন হয়েছে।
পোপ ফ্রান্সিস বলেন, "আমি মৃত, আহত, বাস্তুচ্যুতদের জন্য প্রার্থনা করছি। প্রভু এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়কে রক্ষা করুন।"
মালাউইয়ার প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা সোমবার দক্ষিণের দশটি জেলায় বিপর্যয়ের ক্ষয় ক্ষতির ঘোষণা দিয়েছেন।
ঘূর্ণিঝড় ফ্রেডির ক্ষতিগ্রস্থদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন।
অনুবাদ – চন্দনা রোজারিও।
#rvapastoralcare #RVA_BengaliService #ChandonaRozario
Add new comment