
পোঙ্গাল উৎসব পালিত করলো আর ভি এ – তামিল বিভাগ
নবান্ন উৎসব পালিত করলো আর ভি এ – তামিল বিভাগ। পোঙ্গাল উৎসব ১৫ জানুয়ারি, রবিবার ভারতের তামিলনাডু জুড়ে স্বাবাভিক উৎসাহের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পোঙ্গাল হল একটি ফসল কাটার উৎসব যা শুভ তামিল থাই মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনে উদযাপিত হয়ে থাকে। এই উৎসব পর পর চার দিন ধরে চলে।
আর ভি এ – তামিল বিভাগ অংশগ্রহণ করে কাদামবাথুরে সেন্ট ম্যাথুস চার্চে। উপস্থিত ছিলেন প্যারিস পুরোহিত ফাঃ আরুল জিসুদস এবং খ্রিস্ট ভক্তগণেরা। খ্রিস্টযাগ প্রদান করেন ফাঃ মারিয়া দেলসাল বিস্বাস।
খ্রিস্টযাগের পূর্বে ভক্তগণ পোঙ্গালের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এবং খ্রিস্ট যাগ শেষ হতেই সবাইকে পোঙ্গালের ভাত বিতরণ করা হয়। এরপরে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল যাতে শিশু থেকে বয়স্ক ভক্তগণেরা যোগদান করেন।
প্রথাগতভাবে পোঙ্গাল হল একটি হিন্দু ধর্মাবলম্বীয়ের অনুষ্ঠান যার মাধ্যমে তাঁরা সূর্য দেবতাকে পুজা দিয়ে থাকেন ভালো শস্যর জন্য। এই উৎসবে প্রথম শস্যটি তাঁরা সূর্য দেবতাকে উৎসর্গ করে থাকেন।
খ্রিস্টানরা সংস্কৃতি এবং আন্তঃ ধর্মীয় সংলাপের এটি একটি শুভ দিক হিসাবে গ্রহণ করে থাকেন এবং মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকেন তাঁর সৃষ্টির জন্য। অনুষ্ঠানে পোঙ্গাল উৎসবের খ্রিস্টীয় দিকটিও তুলে ধরা হয়ে থাকে। হিব্রু প্রথম ফলের উৎসব এবং পেন্টেকস্তের ফসল কাটার খ্রিস্টান উৎসবের সাথে এই পোঙ্গাল উৎসবকে যুক্ত করা হয়ে থাকে।
আর ভি এ – ইংরেজি ওয়েবসাইট থেকে অনুবাদ করেছেন – অতনু দাস।

এই প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে অবশ্যই Like ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে। আর এ প্রসঙ্গে আপনার জানা কিছু তথ্য বা অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে সবাইকে জানাতে পারেন।
Please Like, Comment and Share this News.
Please visit our Website: https://bengali.rvasia.org
Facebook: http://facebook.com/veritasbangla YouTube: http://youtube.com/veritasbangla Twitter: https://twitter.com/banglaveritas Instagram: http://instagram.com/veritasbangla
Download Radio Veritas Asia Mobile App on:
Google Play: https://bit.ly/GooglePlayRVAmobileAPP
App Store: https://bit.ly/AppStoreRVAmobileAPP
#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_BengaliService #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #BRBC #Banideepti #Atanu_Das #অতনু_দাস #News #সংবাদ #কলকাতার_চিঠি #Kolkatar_Chithi #খবর_এখন #News_Now
Add new comment