Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চট্টগ্রামে ওয়াইএমসিএ'র ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব
গত ২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, চট্টগ্রামে ওয়াইএমসিএ'র ৫০ বছর পূর্তি উপলক্ষে মহাসমারোহে উদযাপিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ এর ভাইস প্রেসিডেন্ট রেমন্ড আরেং।
এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, ওয়াইএমসিএ জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও ও সাধারণ সম্পাদক নিপুন সাংমা।
প্রধান অতিথি মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি' রোজারিও, সিএসসি, বলেন, সকল মণ্ডলী একসাথে মিলে কাজ করছে ওয়াইএমসিএ’র মাধ্যমে। আন্তঃমাণ্ডলীক কাজ করার যে প্রচেস্টা, সেই প্রচেস্টায় ওয়াইএমসিএ সর্বদা সামনে থাকে। চট্টগ্রাম ওয়াইএমসিএ’র অনেক কিছুই আছে যা গর্ব করার মতো যেমন বার্থোলোমা সাহা এদের মধ্যে একজন।
সুবর্ণ জয়ন্তী উৎসব উৎসবমুখর করার জন্যে প্রথমে একটি র্যালীর আয়োজন করা হয় সকাল ১০টায় সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ থেকে হোটেল সৈকত পর্যন্ত । পরে হোটেল সৈকতে জাতীয় পতাকা এবং ওয়াইএমসিএ এর পতাকা উত্তোলনের করা হয়।
এই সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠান শুরু হয় কেক কাটা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সকল অতিথিবৃন্দ।
চট্টগ্রাম ওয়াইএমসিএর চেয়ারম্যান এমরোজ গোমেজ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান ও গর্ব, ড: বার্থলোামিয় সাহা এবং মি: ডানকেন চৌধুরী চট্টগ্রামের ওয়াইএমসিএ’র সুনাম সূদূর বিদেশেও ছড়িয়ে দিয়েছেন।
আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি বলেন, জুবিলীর এই ধারনা এসেছিলো স্বয়ং পিতা পরেমশ্বরের কাছ থেকে। তিনি বলেন ৭ গুণ ৭ = ৪৯ বছর পরে ৫০তম বছর বিশ্রাম বছর বা জুবিলি বছর হিসেবে পালন করতে হবে। এইটা একটি অন্যতম উদ্দেশ্য। স্যার জর্জ এর যে স্বপ্ন ওয়াইএমসিএ’কে নিয়ে, চট্টগ্রাম ওয়াইএমসিএ খুব সুন্দর করেই পূরণ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে অনেকেই সুন্দর ভাবে চট্টগ্রাম ওয়াইএমসিএ’কে নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ ।
এই সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগদানকারী নিপুন সাংমা, সাধারণ সম্পাদক, জাতীয় পরিষদ, ওয়াইএমসিএ বাংলাদেশ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমানে ১২০টি দেশে ওয়াইএমসিএ সবার সাথে সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাচ্ছে। প্রথম বাস্কেটবল এবং ভলিবল খেলা ওয়াইএমসিএ এর আবিষ্কার। ওয়াইএমসিএ’র অতীত অনেক সমৃদ্ধ। প্রতিটি ওয়াইএমসিএ সর্বদা শিশু, যুব এবং নারীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন কার্যক্রম আয়োজন করে আসছে।
বাবু মার্কুস গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট, এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ বলেন, ওয়াইএমসিএ’র যাত্রা শুরু হয় এই চট্টগ্রাম থেকেই আর এখনো পর্যন্ত এই ওয়াইএমসিএ যুবকদের দেহ, মন, আত্না গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
পরিশেষে, ওয়াইএমসিএ পরিবারের সদস্য সদস্যাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়।- মানিক ডি’ কস্তা
Add new comment