Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যার্তদের পাশে বিসিএসএম’র ভাই-বোনেরা
গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যার্তদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দাড়িয়েছে বিসিএসএম’র ভাই-বোনেরা।
সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানিতে টইটম্বুর ছিলো বান্দরবান জেলার প্রধান ২টি নদী সাঙ্গু ও মাতামুহুরী।
এতে জেলা শহরসহ রুমা, বলিপাড়া, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এই বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। জুমের ফসল নস্ট হয়ে খাদ্যহীন হয়ে পড়ে লক্ষাধিক মানুষ।
বলিপাড়া’র বিভিন্ন অঞ্চল ও গ্রাম বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক মানুষ। তাদের এই অবস্থা উপলব্ধি করে বিসিএসএম চট্টগ্রাম ইউনিট তাদের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করে। সেই তাগিদ থেকে বিসিএসএম চট্টগ্রাম অর্ধমাসব্যাপী তহবিল সংগ্রহ করে।
বিসিএসএম চট্টগ্রামের প্রতিনিধি দল সংগ্রহকৃত অর্থ দিয়ে বলিপাড়ায় ৬০টি পরিবারের (প্রতিটি পরিবারের জন্য) জন্য ত্রাণসামগ্রী (১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ টি সাবান) বিতরণ করেন।
ত্রাণসামগ্রী বিতরণের আগে বলিপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার শীতল হিউবার্ট রোজারিও সিএসএ’র সঙ্গে বলিপাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা বাগানপাড়া পরিদর্শন করা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে তারা কথা বলে। তাদের বর্তমান অবস্থার কথা শুনে এবং তাদের এই দূর্দশা উপলব্ধি করে।
অন্যদিকে বাগানপাড়া পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম বিসিএসএম’র সমন্বয়কারী সারা থিগীদি তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই পাড়াটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাদের জুম, পাড়ার গীর্জা, ঘর ও রাস্তা। আমরা পরিদর্শনে গিয়ে বন্যার পানি দেখিনি, কিন্তু বন্যার ক্ষয়ক্ষতি এতো বেশী ছিল যে, তার চিহ্ন এখনো রয়ে গেছে।”
তিনি আরো বলেন, “আমরা সেখানে আদিবাসীদের সাথে কথা বলে জানতে পারি যে, জুম নষ্ট হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছে। কারণ এই জুমই তাদের এই বছরের খাদ্যের ও জীবিকার প্রধান উৎস ছিল। এমতাবস্থায় তাদের পাশে এসে দাড়াতে পেরে নিজের ভিতরে অনেক শান্তি অনুভব করছি আমরা।”
ত্রাণগ্রহণকারী একজন ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বছর আমার জুমের ধান নষ্ট হয়ে গিয়েছে। খুব চিন্তায় ছিলাম কি হবে, কারণ আমার পরিবারে ৮ জন সদস্য। ধন্যবাদ জানাই বিসিএসএম চট্টগ্রামের ভাই-বোনদের তাদের এই মহৎ সেবাকাজের জন্য এবং এই বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন”। - ফ্লেভিয়ান ডি’কস্তা
Add new comment