কলকাতা আর্চডাওসিসের পুরোহিতবর্গের রিকালেকশন

২৩ শে মার্চ ২০২৩,গত বৃহস্পতিবার কলকাতার আর্চবিশপ হাউসে সকল পুরোহিত তপস্যাকালীন প্রার্থনার  স্মরণ অনুষ্ঠানে যোগ দেন। সকাল ৯ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান আয়োজিত হয়।

 

কলকাতা, হাওড়া ও হুগলি ডিনারি থেকে প্রায় ৪০ জন পুরোহিত  এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেন। মর্ণিং স্টার রিজিওনাল সেমিনারির দর্শন শাস্ত্রের  ডিন শ্রদ্ধেয় ফাদার থুম্মা রেড্ডি ঐ প্রার্থনানুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। 

 

(২য় করিন্থিয় ৪:৭) এই মহামূল্য সম্পদ - এই দীপ্তি আমরা মাটির পাত্রে অর্থাৎ আমাদের এই নম্বর দেহে ধারণ করছি যাতে সবাই  দেখতে পায় যে, এই যে মহাশক্তি আমাদের মধ্যে বিরাজ করছে তা আমাদের  নিজস্ব  নয় কিন্তু ঈশ্বরেরই। এই পাঠটিকে তিনি খুব সুন্দর ভাবে বিশ্লেষণ  করে দেখান। 

 

একই দিনে কলকাতার বাকি দুটি ডিনারিতে রিকালেকশন সম্মিলিত হয় এবং দূর সম্প্রচারের মাধ্যমে এই  উপদেশ পর্বে সংযুক্ত হন যা তপস্যাকালে খুবই তাৎপর্যপূর্ণ। গান, প্রার্থনা, নীরব ধ্যান, আরাধনা মধ্য দিয়ে কলকাতা আর্চডাওসিসের যাযকগণ স্মরণ অনুষ্ঠান অতিবাহিত করেন। সংবাদ – চন্দনা রোজারিও।

 

#rvapastoralcare #RVA_BengaliService #BRBC #News #ChandonaRozario #সংবাদ

Add new comment

10 + 4 =