কলকাতার প্রভু যীশুর গির্জায় শিশু দিবস উদযাপিত হল

গত ১৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে কলকাতার প্রভু যীশুর গির্জাতে ধর্ম শিক্ষা ক্লাসের ছাত্র-ছাত্রীদের জন্য শিশু দিবস উদযাপিত হলো।

শিশু দিবসের এই বিশেষ অনুষ্ঠান শুরু হয় পবিত্র খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে। মিশা উৎসর্গ করেন ফাদার দীপক গোমেজ এস জে।

শিশুদের উদ্দেশ্যে ফাদার তার উপদেশে বলেন- "তোমরা প্রত্যেকে মন্ডলীর জন্য খুবই মূল্যবান। জীবনে বড় হতে গেলে তোমাদের লক্ষ্যে স্থির হতে হবে এবং একাগ্র চিত্তে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।“

অন্যদিকে তিনি পিতা-মাতাদের উদ্দেশ্যে বলেন “শুধুমাত্র নিজের সন্তান নয় এই মন্ডলীর প্রত্যেকটি শিশুর জন্য প্রত্যেকটি পিতা-মাতার প্রার্থনা করা প্রয়োজন। সেই সাথে তাদের সঠিক পথ দেখানোই হলো আপনাদের কর্তব্য কারণ আপনারা হলেন তাদের প্রত্যেকের ধর্ম পিতা মাতা।“

খ্রীষ্টযাগ শেষে প্যারিস হলে তাদের দুটি অনুপ্রেরণামূলক তথ্যচিত্র দেখানো হয়। এরপর তাদের জন্য কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং সবশেষে  একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত সিস্টার জোয়ান এমসি বলেন “আমরা প্রত্যেকেই অনেক বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছি যার ফলে আমাদের ঘরোয়া প্রার্থনা একেবারে প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। আবার অনেকে শুধুমাত্র গতানুগতিক প্রার্থনার উপরই বিশ্বাস রাখি তবে আমাদের প্রার্থনা হতে হবে, হে পিতা আমি তোমায় ভালোবাসি, তুমি শুধুই আমার।“

উক্ত এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়।

Add new comment

3 + 6 =