এফ এম এ সিস্টার লিলির সুবর্ণ জয়ন্তী উদযাপন দমদমের অক্সিলিয়াম কনভেন্টে

১৪ সেপ্টেম্বর ২০২৩, পবিত্র ক্রুশের মহা পার্বণ  দিবসে (FMA) এফ এম সিস্টার লিলি পেরুমপেট্টি কুন্নেলের ধর্মীয় জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হল কলকাতার দমদমের অক্সিলিয়াম কনভেন্টে।

ঐ দিন সকাল ১০ টায় ধন্যবাদের মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে জুবিলি অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক পুরোহিতণ সম্মিলিত ভাবে এই পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন। পৌরহিত্য করেন কলকাতা আর্চডায়াসিসের ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেস।

উপদেশে  ফাদার গোমেস বলেন, ধর্মীয় জীবনে ৫০ বছর পূর্তি এ যেন এক মাইল স্টোন। সিস্টার লিলি ঈশ্বরের দ্রাক্ষাখেতে বিশ্বস্ত অনুচরের মত  মন প্রাণ দিয়ে ব্রতধারী জীবনে কাজ করেছেন। বিশ্বস্ততা ও ভালবাসার সাথে সুদীর্ঘ ধর্মীয় জীবন মণ্ডলী ও মানুষের সেবায় কাটিয়েছেন যা তাঁর প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা ও অনুগ্রহ।

পবিত্র ক্রুশের পার্বণ দিবসে ক্রুশ আমাদের সাহসী হতে শেখায়। সব দুঃখ কষ্ট সহ্য করে ঈশ্বরের পথে থাকতে শক্তি যোগায়। উপদেশে তিনি এটাও স্মরণ করাণ।

 "সব কিছু করেছেন মা মারিয়া; মা মারিয়া ছাড়া  কিছু সম্ভব হত  না" কথা প্রসঙ্গে সিস্টার লিলি বলেন।

মা মারিয়াই সুদীর্ঘ ধর্মীয় পথ চলায় তাকে শক্তি যুগিয়েছেন। তাই আজ কৃতজ্ঞতা ও ধন্যবাদ উজাড় করে দেওয়ার সময় বলে তিনি মনে করেন।

খ্রীষ্টযাগের শেষে অক্সিলিয়াম স্কুলের হলে ছোটএকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে চলতে থাকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।সবশেষে মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি  হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Add new comment

1 + 2 =