Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
আজ শনিবার ২০ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। এ দিবসটি উন্নয়নশীল দেশগুলোর মানুষের মধ্যে এখনো ততটা পরিচিত হয়ে ওঠেনি। তাই জাতিসংঘ বিশ্বব্যাপী এ দিবসটি পালনের জন্য আমাদের আহ্বান করেন।
এ দিবসটি পালনের ধারণা মুলত: আসে ১৯৯৫ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সামাজিক উন্নয়নের ওপর অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে গৃহীত কোপেনহেগেন ঘোষণাপত্র এবং কর্মপরিকল্পনাটি যখন ২০০৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সামাজিক উন্নয়ন কমিশনের বৈঠকে পর্যালোচনা করে।
মুলত: শান্তিপূর্ণ সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক ন্যায়বিচারের গুরুত্ব অনুধাবন করেই জাতিসংঘ বিশ্বব্যাপী প্রতিবছর দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এর পর ২০০৭ সালের ২৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করা হয় যে, ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস হিসেবে পালিত হবে। পরবর্তীতে ২০০৯ সালে দিবসটি প্রথমবার পালিত হয়।
জাতিসংঘ মনে করে যে, অন্তঃরাষ্ট্র ও আন্তঃরাষ্ট্র শান্তি এবং সমৃদ্ধিময় অগ্রগতির জন্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাকে অন্তর্নিহিত মূলনীতি হিসেবে বিবেচনা করা একান্ত প্রয়োজন।
সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে বিশ্বায়নের ইতিবাচক দৃষ্টি ফেলার জন্য বিষয়টিকেও আবশ্যক মনে করে জাতিসংঘ।
এ দিবসটি পালনের মুল উদ্দেশ্য হল দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা, লিঙ্গ সমতা, অভিবাসন, মানবাধিকার লঙ্ঘন, অপরাধ ইত্যাদি বিষয় মোকাবেলার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
আসলে দিবসটি পালনের মাধ্যমে বিশ্বসমাজ এবং নেতাদের বিদ্যমান এ সমস্যাগুলোর দিকে নজর দেওয়ার এবং অবস্থার উন্নয়নের জন্য তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথাটি স্মরণ করিয়ে দেওয়া ।-তথ্য সংগৃহীত
Add new comment