রবিবাসরীয় ও ভাষ্য

আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সহযোগিতা করেছেন ফাদার লেনার্ড রোজারিও । 

আজকের পাঠ 

মথি-রচিত মঙ্গলসমাচার
১৭ অধ্যায় ১-৯পদ 

যীশু একদিন পিতর, বাকোর ও যাকোবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাঁদের নিয়ে গেলেন, যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। 
সেখানে তাদের সামনে এক সময় তাঁর চেহারা রূপান্তরিত হয়ে গেল 

তাঁর মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তাঁর পোশাক হয়ে উঠল আলোক-শুদ্র। 
তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশী আর এলিয়
তাঁরা যীশুর সঙ্গে কথা বলতে লাগালেন।

তখন পিতর যীশুকে বললেন: “গুরু, ভালই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে তিনটি তাঁবু খাটাতে পারি—

আপনার জন্যে একটি, মোশীর জন্যে একটি আর এলিয়ের জন্যে একটি " 
তিনি তখনও কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল।

আর সেই মেঘের মধ্য থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল:

"এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন

এ আমার পরম প্রীতিভাজন। তোমরা এর কথা শোন।”

এই কথা শুনে শিষ্যরা ভীষণ ভয় পেয়ে মাটির ওপর উপুড় হয়ে পড়লেন । 
কিন্তু যীশু কাজে এসে তাদের স্পর্শ করে বললেন: “ওঠ তোমরা, ভয় পেয়ো না 
তাঁরা তখন চোখ তুলে সেখানে যীশুকে ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না ।
পাহাড় থেকে নেমে আসার সময় যীশু তাদের এই আদেশ দিলেন
যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়,
 ততদিন এই দর্শনের কথা তোমরা কাউকেও ব'লো না।

#RVApastoralcare
#RadioVeritasAsia
#BRBC
#Banideepti
#DailyGospel
#ripontolentino
 

Add new comment

14 + 5 =