Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রবিবাসরীয় ও ভাষ্য
মথি-রচিত মঙ্গলসমাচার
রাজা হেরোদের আমলে, যুদেয়ার বেথলেহেম নগরে যীশুর জন্ম হয়।
সেই সময়ে প্রাচ্যদেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন।
এসেই তারা জিজ্ঞেস করলেন : “হিহুদীদের যে রাজা জন্মেছেন, তিনি কোথায় ?
কারণ আমরা তাঁরই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রদান জানাতে।"
এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং সমস্ত জেরুসালেমও বিচলিত হল।
ইহুদী জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে।
হেরোদ তখন তাদের কাছে জানতে চাইলেন, সেই খ্রীষ্টের কোথায় জন্মাবার কথা।
তাঁরা বলেন : “যুদেয়ার বেথলেহেম নগরে। কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন :
যুদেয়া দেশের ওগো বেথলেহেম, যুদেয়ার প্রধান যত নগরীর মধ্যে তুমি কোন মতেই হীনতম নও,
কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা,
যিনি আমার জাতি ইস্রায়েলকে প্রতিপালন করবেন।”
হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে
ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল, তাদের কাছ থেকে তা জেনে নিলেন।
তারপর তিনি এই ব'লে তাঁদের ফেলে পাঠিয়ে দিলেনঃ
"আপনার গিয়ে ভাল করে শিশুটির খোঁজ নিন। খোঁজ পেলেই আমাকে খবর দেবেন,
যাতে আমিও গিয়ে তাঁকে প্রণাম জানাতে পারি "
তারা তখন রাজার কথা শুনে রওনা হলেন।
আর সেই যে তারাটি তাঁরা উদিত হতে দেখেছিলেন, তখন সেটি তাঁদের সাথে আগে চলতে লাগল,
যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামল, যেখানে শিশুটি ছিলেন।
তারাটিকে দেখতে পেয়ে তাঁরা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন।
বাড়িতে ঢুকে তাঁরা শিশুটিকে তাঁর মা মারীয়ার কোলে দেখতে পেলেন।
ভূমিষ্ঠ হয়ে তাঁরা তাঁকে প্রণাম করলেন
এবং নিজেদের রত্নপেটিকা খুলে তাঁকে উপহার দিলেন সোনা, ধূপ ও গন্ধনির্যাস।
পরে তাঁরা স্বপ্নে আদেশ পেলন, হেরোদের কাছে যেন তাঁরা আর ফিরে না যান।
তাই তাঁরা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন।
Add new comment