Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রবিবাসরীয় ও ভাষ্য সাধারণ কাল- ২৫শ রবিবার
মঙ্গলসমাচার
লুক-রচিত মঙ্গলসমাচার
যীশু একদিন তাঁর শিষ্যদের বললেন: “একজন ধনী লোকের এক নায়েব ছিল। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হল যে, সে নাকি মনিবের ধনসম্পত্তি নষ্ট ক'রে দিচ্ছে। তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন : 'তোমার সম্বন্ধে এসব কী শুনছি ? তোমার কাজের পুরো হিসেব দাও, দেখি; কেন না তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না।" নায়েব তখন মনে মনে ভাবতে লাগল : 'এখন আমি কী করি ?
আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত ক'রে দিচ্ছে। মাটি কাটবারও শক্তি নেই আমার, আর ভিক্ষে চাইতেও লজ্জা ক'রে ! -
ঠিক আছে, নায়েবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লোকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয়, তার জন্যে কী উপায় আমাকে নিতে হবে, তা আমি পেয়ে গেছি ।--
তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল, সে তাদের একে একে ডেকে পাঠাল । প্রথমজনকে সে বলল : 'আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে ?''
সে উত্তর দিল : 'একশ' মণ তেল!”
নায়ের তাকে বলল : 'এই নাও তোমার রসিদ; এক্ষুনি বসে এতে লেখ, পঞ্চাশ মণ।
তারপর আর একজনকে সে বলল : 'আর তুমি ? তোমার দেনা কত?
সে উত্তর দিল : 'এক হাজার মণ গম !”
নায়েব তাকে বলল : 'এই নাও তোমার রসিদ; এতে লেখ, আট শ' ।
পরে মনিব তার অসৎ নায়েবের এই জন্যে প্রশংসাই করেছিলেন যে, কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে।
সত্যিই তো, যারা এই সংসারেরই মানুষ, তারা তো নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে, যারা আলোর মানুষ, তাদের চেয়ে অনেক বেশী বুদ্ধিমান।
তাই তোমাদের বলছি,
এই কলুষিত অর্থসম্পদ বরং কাজে লাগিয়ে তোমরা মানুষকে তোমাদের বন্ধু করে নাও, যাতে একদিন এই অর্থসম্পদের সম্বল হাতছাড়া হয়ে গেলে তারা তোমাদের গ্রহণ করে নেয় সেই শাশ্বত আবাসে।
------------------------------------------------------------------
#RVApastoralcare
#RadioVeritasAsia
#BRBC
#Banideepti
#DailyGospel
#ripontolentino
নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/
এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter: https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangl
Add new comment