Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রবিবাসরীয় ও ভাষ্য I আগমনকাল- ১ম রবিবার I লুক-রচিত মঙ্গলসমাচার
আগমনকাল- ১ম রবিবার,
প্রভু যীশুর পথ চেয়ে থাক: তোমাদের মুক্তির দিন আসতে আর দেরী নেই।
আজকের পাঠ নেওয়া হয়েছে লুক-রচিত মঙ্গলসমাচার থেকে
[যীশু তখন তাঁর পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্বলক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন, এই প্রসঙ্গে ] তিনি তাঁদের বললেন: "সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুদ্ধ নিদর্শন দেখা যাবে;
পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে,
সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎসংসারের ওপর যা-কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মান হয়ে পড়বে; কারণ নভোমণ্ডলের শক্তিসমূহ তখন আলোড়িত হবে।
আর সেই সময়ে সকলে দেখতে পাবে, মানবপুত্র মহাপরাক্রমে, মহাগৌরবে মেঘবাহনে আসছে।
ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়ো, মাথা উচু করেই দাঁড়িয়ো; কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরী নেই।
যাতে এই যা-কিছু একদিন ঘটবে, তা নিরাপদে কাটিয়ে ওঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পার, আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পার ।
রবিবাসরীয় ও ভাষ্য উপস্থাপনা করেছে ফাদার ফিলিপ গমেজ ।
#RVApastoralcare
#RadioVeritasAsia
#RVA_BengaliService
#RVA #BRBC
#Banideepti
#DailyGospel
#SundayHomily
#ripontolentino
Add new comment