রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠান

ভেরিতাসের আসর

৮ ই সেপ্টেম্বর ছিল মা মারীয়ার জন্মদিন

বিশেষ করে ক্যাথলিক মন্ডলীতে, আমরা পালন করেছি শিশু মা মারীয়ার নভেনা। এই নয় দিনব্যাপী প্রার্থনা, বিশেষ করে ৮ ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে এই নয় দিনের প্রার্থনা ও আধ‍্যাত্মিক প্রস্তুতি। সেই মা মারীয়ার জন্মদিনের প্রারম্ভে নয় দিনব্যাপী মানুষ তার মধ্যস্থতায় তাঁর পুত্র যীশুর কাছে, ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানায়। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, মুখপাত্রী। আমাদের মত একজন সাধারন মানুষ, ঈশ্বরের অনুগ্রহে ও বিশেষ আশীর্বাদে এবং নিজের একান্ত প্রচেষ্টায় ঈশ্বরের পরিকল্পনায় বিশেষ করে ঈশ্বরের পরিত্রান কাজে সহযোগিতা করায় তিনি আমাদের মা হয়ে উঠেছেন।

তিনি আমাদের সকলের আদর্শ হয়ে উঠেছেন তিনি কোন দেবী নয়।

আমরা তাঁর মূর্তি পূজা করি না।

কিন্তু তার প্রতিকৃতি সামনে দাঁড়িয়ে, অবিচল ভক্তি, অটল বিশ্বাস, প্রতিকূলতা জয় করার মনোভাব, ঈশ্বরের পরিকল্পনায় নিজেকে মিলিত করার প্রচেষ্টা, অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা ও পবিত্র জীবন যাপন করার অনুপ্রেরণা পাই

তাই তাঁর জন্মদিন পালনে আমরা নিজেদেরকে প্রার্থনায় প্রস্তুত করে তুলি। নভেনার ষষ্ঠ দিনে ফাদার সৌমিত্র মাখাল ছিলো ক‍্যাওড়া পুকুরের সাধু আন্তনীর গীর্জায়। সেই বিশেষ উপদেশ আজ আমাদের জন্য তুলে ধরা হলো।

কিছু কিছু জায়গায় ভেলাঙ্কিনী মা মারীয়ার নভেনা ও পালন করা হয়েছে । ভেলাঙ্কিনীতে তিনি দেখা দিয়ে বা দর্শন দানের মাধ্যমে তিনি সুস্থতা বা আরোগ্য দায়িনী মা রূপে নিজেকে প্রকাশ করেছিলেন।

পবিত্র বাইবেলের লুক রচিত মঙ্গল সমাচার পাঠ করছেন ফাদার জোনাস সিং ও তার ব্যাখ্যা করছেন ফাদার সৌমিত্র মাখাল।

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট ।

https://bengali.rvasia.org

আমাদের এই প্রতিবদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মূল্যবান কমেন্ট

দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#soumitramakhal

#veritasbangla

Add new comment

7 + 13 =