ভেরিতাসের আসর

আজ আমরা পালন করছি সাধারণ কালে২৮ তম সপ্তাহ  আজকে যীশু আমাদেরকে বলছেন, বাহ্যিক নিয়ম কানুন ছেড়ে আমরা যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বর ভগবান কে ভালবাসি। আমাদের ধনসম্পত্তি সবকিছু বিসর্জন দিয়ে আমরা যীশুর অনুগামী হয়ে উঠি। আজকে ভেরিতাসের আসরে ফাদার সঞ্জীব মন্ডল, তিনি কেওড়াপুকুর সাধু আন্তনী ধর্মপল্লীর সহকারি পালক পুরোহিত, আজ প্রভুর বাণী তিনি পাঠ করছেন এবং তার ব্যাখ্যা করছেন। আমরা রেডি ভেরিতাস বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট

Add new comment

5 + 11 =