
সাধু ডন বস্কো
জন বস্কো (১৮১৫ – ১৮৮৮) বেটিফায়েড হন ০২ মে ১৯২৯ সালে, ক্যাননাইজড হন ০১ এপ্রিল ১৯৩৪ সালে।
জন বস্কো জন্মগ্রহণ করেন ১৬ অগাস্ট ১৮১৫ সালের এক সন্ধ্যায় ইতালি দেশের পাহাড়ি গ্রাম বেকিতে। তাঁর পিতা ছিলেন ফ্রান্সেস্কো বস্কো এবং তাঁর মাতা ছিলেন মারগারিটা ওছেলানো।
পরে তিনি সাধু ডন বস্কো নামে পরিচিত হন। উনবিংশ শতকে তিনি ছিলেন একজন ইতালিয় ক্যাথলিক যাজক, শিক্ষাবিদ, লেখক ও বহুল পরিচিত এক সাধু।
তাঁর বারো বছর বয়সে ১৮২৭ সালের ফেব্রুয়ারি মাসের এক ঠাণ্ডার দিনে তিনি গৃহত্যাগী হন। কাজের জন্য তিনি ভিক্ষা করতে থাকেন। যদিও তিনি অল্পবিস্তর পড়াশোনা করেছেন কিন্তু তিনি দুই বছরের কিছু অধীক সময়কাল স্কুলে যেতে পারেন নি।
১৮৩০ সালে তাঁর সাক্ষাৎ হয় একজন যুবক পুরোহিত, জোসেফ কাফাসোর সাথে যিনি জন বস্কোকে তাঁর প্রথম স্কুলের পাঠ গ্রহণের ক্ষেত্রে সহায়তা করেন।
১৮৪১ সালের ০৫ জুন, তিনি একজন পুরোহিত হিসাবে অভিষিক্ত হন তুরিন শহরে।
জন বস্কো পরিচিতি লাভ করেছেন ডন বস্কো নামে। এই ‘ডন’ শব্দটির ইতালিয় ভাষায় অর্থ হচ্ছে, ‘পিতা’। তিনি সত্যিই পিতার মতো আগলে এবং কাছের করে নিয়েছিলেন তাঁর সময়কালের যুব সম্প্রদায়কে।
তুরিন শহরে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন শিল্পায়ন ও নগরায়নের অনেক খারাপ প্রভাবের শিকার হচ্ছে বিশাল সংখ্যক মানুষ, পথ শিশু ও কিশোর অপরাধী।
তদানীন্তন যুব সম্প্রদায়ের দুঃখ, কষ্ট এবং বেকারত্ব দেখে তিনি তাঁদের জন্য ভাবতে থাকেন। তিনি ধীরে ধীরে মানুষের থেকে সাহায্য নিয়ে প্রকৌশলী (Technical) শিক্ষা কেন্দ্র এবং পরে স্কুল স্থাপন করেন। তাঁর উদ্দেশ্য ছিল যে এই যুব সম্প্রদায় যদি কাজ শিখে স্বাবলম্বী হয়ে যায় তাহলে তাদের জীবনের অনেক কষ্ট লাঘব হবে। আর এইভাবে জন বস্কো হয়ে উঠলেন একজন পিতা; ডন বস্কো। তিনি শাস্তির পরিবর্তে ভালোবাসার মাধ্যমে শিক্ষার পদ্ধতি প্রণয়ন করেছিলেন যা বর্তমান শিক্ষা ব্যবস্থায় খুবই প্রাসঙ্গিক।
তিনি বাইশ জন কিশোরদের নিয়ে যে সঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর মৃত্যুর সময় দলটি বেড়ে এক হাজারের বেশি হয়ে গেছিলো। এই সঙ্ঘটিই বর্তমানে ডন বস্কোর স্যালেসিয়ান সমাজ নামে সারা বিশ্বব্যাপী খ্যাত।
সহযোগিতায় – চন্দনা রোজারিও।
সমগ্র প্রতিবেদন – অতনু দাস।

এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে।
Please Like, Comment and Share this Program for others to view.
Please Visit our Website: https://bengali.rvasia.org
Facebook: http://facebook.com/veritasbanglaYouTube: http://youtube.com/veritasbanglaTwitter: https://twitter.com/banglaveritasInstagram: http://instagram.com/veritasbangla
Download Radio Veritas Asia Mobile App on:
Google Play: https://bit.ly/GooglePlayRVAmobileAPP
App Store: https://bit.ly/AppStoreRVAmobileAPP
#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_BengaliService #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #BRBC #Banideepti #মহৎ_জীবন #GreatLifes #ডন_বস্কো #DonBosco #Atanu_Das #অতনু_দাস
Add new comment